Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সাঁতারযোগ্য নদী সপ্তাহ উপলক্ষে আলোচনা সভায় বক্তারা ॥ স্বাস্থ্যবান প্রজন্ম গড়ে তোলার স্বার্থে নদ-নদীর পুনঃ খনন প্রয়োজন

প্রেস বিজ্ঞপ্তি ॥ এক সময় হবিগঞ্জে খোয়াইসহ সকল নদীতে পানির স্বচ্ছন্দ প্রবাহ ছিল। বিভিন্ন বয়সী লোকজন নদীতে সাতার কাটতেন। ফলে শরীর থাকত নিরোগ ও স্বাস্থ্যবান। বর্তমানে দেশের নদীগুলো পানিশূন্য হতে থাকায় সাঁতার উপযোগী নদী প্রায় দুর্লভ হয়ে দাঁড়িয়েছে। তাই দেশের সুস্থ পরিবেশ ও স্বাস্থ্যবান প্রজন্ম গড়ে তোলার স্বার্থে নদ-নদীর পুনঃখনন প্রয়োজন। দখল ও দুষণমুক্ত করা প্রয়োজন। গতকাল রবিবার সকাল ১১টায় হবিগঞ্জ শহরের পৌরঘাটে ‘গোসল ও সাঁতার উপযোগী’ নদীর দাবীতে আয়োজিত আলোচনা সভায় বক্তারা একথা বলেন। খোয়াই রিভার ওয়াটারকিপার, বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা হবিগঞ্জ শাখা ও রিভারকিপার্স বাংলাদেশ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাপা জেলা শাখার সভাপতি অধ্যাপক ইকরামুল ওয়াদুদ। ধারণা বক্তব্য রাখেন- খোয়াই রিভার ওয়াটারকিপার ও বাপা জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল। এছাড়াও বক্তব্য ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি আলাউদ্দিন আহমেদ, বাপা জেলা শাখার সহ-সভাপতি তাহমিনা বেগম গিনি, সাবেক জনপ্রতিনিধি হাবিবুর রহমান, বীজ-কীটনাশক বিক্রেতা সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম, নায়েবের পুকুর সংরক্ষণ কমিটির সদস্য সচিব বদরুল আলম চৌধুরী, রোটারী ক্লাব হবিগঞ্জ খোয়াই এর প্রেসিডেন্ট ডা: এস এম আল আমিন সুমন, রোটারিয়ান শফিউল আজম, খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক ইয়াসিন খান, রোটারি ক্লাব অব হবিগঞ্জের সহ-সভাপতি সুবীর কান্তি রায়, ঐতিহ্য সাংস্কৃতিক ক্লাবের যুগ্ম সম্পাদক অর্নব সিদ্দিকী, ইন্টারেক ক্লাব অব হবিগঞ্জের সেক্রেটারী ইকবাল হোসেন গালিব, রোটারিয়ান মোঃ আনোয়ার হোসেন, হাবিবুর রহমান মুরাদ, এস এম আব্দুল মন্নান প্রমুখ। সভা পরিচালনা করেন বাপা জেলার শাখার যুগ্ম সম্পাদক সিদ্দিকী হারুন। সভা শেষে খোয়াই নদীতে সাঁতার পর্ব অনুষ্ঠিত হয়।