Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লালমনিরহাট ১ আসনের মনোনয়নপত্র প্রত্যাহারে এরশাদ-কাদেরের আবেদন

এক্সপ্রেস ডেস্ক ॥ লালমনিরহাট ১ আসন থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ ও লালমনিরহাট-৩ আসন থেকে জিএম কাদের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদনপত্র জমা দিয়েছেন। গতকাল বুধবার বিকালে জেলা নির্বাচন কার্যালয়ে এসে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গা তাদের দু’জনের পক্ষ থেকে মনোনয়ন প্রত্যাহারের আবেদনপত্র লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তার কাছে জমা দেন। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গা মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা দেয়ার কথা স্বীকার করে বলেন, মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদনপত্র জমা দিয়েছি, তবে জেলা নির্বাচন কর্মকর্তা আমাকে কোন লিখিত কপি দেননি। এ সময় রংপুর মহানগর জাপার সাধারণ সম্পাদক সালাউদ্দিন কাদেরী, যুগ্ম-সম্পাদক মুন্সী আব্দুল বারীসহ ছাত্রসমাজের নেতারা উপস্থিত ছিলেন। জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম (চলতি দায়িত্ব), এরশাদ ও জিএম কাদেরের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদনপত্র জমা দেয়ার খবরটি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, দশম জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ আসন (পাটগ্রাম-হাতিবান্ধা) জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ও লালমনিরহাট ৩ (সদর) আসনে এরশাদ এর ছোট ভাই গোলাম মোহাম্মদ কাদের মনোনয়নপত্র দাখিল করেছিলেন।