Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে সিএনজি শ্রমিকদের ধর্মঘট ॥ মহাসড়কে বিক্ষোভ মিছিল ৬টি পয়েন্টে সমাবেশ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ মহাসড়কগুলোতে সিএনজি অটোরিক্সা চলাচলে নিষেধাজ্ঞার প্রতিবাদে গতকাল রবিবার ধর্মঘট চলাকালে ঢাকা-সিলেট মহা-সড়কে নবীগঞ্জের আউশকান্দি শহীদ কিবরিয়া চত্ত্বর, সৈয়দপুর বাজার, পানিউমদা, বরগাও বাজার, বালিদ্বারা দেবপাড়া বাজার ও শেরপুর বাজারের ৬টি পয়েন্টে কয়েক শতাধিক সিএনজি অটোরিশকা শ্রমিকরা বিক্ষোভ মিছিলের পাশাপাশি প্রতিবাদ সমাবেশ করেন। পৃথক এসব সমাবেশে বক্তব্য রাখেন আউশকান্দি সিএনজি অটোরিকশা সমবায় সমিতির সভাপতি মো. খালেদ আহমদ জজ, শ্রমিক নেতা দিলশাদ আহমদ, সাধারণ সম্পাদক লিয়াকত খান, শ্রমিক নেতা মো. তৌহিদুল ইসলাম চৌধুরী, অনু আহমেদ, লুৎফুর রহমান, বশির আহমেদ, মকদ্দুছ চৌধুরী, মিন্টু চৌধুরী, গিয়াস চৌধুরী মিন্টু, আরিফুল হক হেলাল, ফারছু মিয়া, মাহিদুল ইসলাম, ফয়সল আহমদ, আরজু মিয়া, রুমান মিয়া, হারুন মিয়া, আব্দুল হালিম, রব্বান মিয়া, বাদশা মিয়া, হাবিবুর রহমান, মালকাছ মিয়া প্রমূখ। প্রতিবাদ সমাবেশে সিএনজি শ্রমিক নেতারা প্রধান মন্ত্রী বরাবরে বিভিন্ন দাবী নিয়ে বক্তব্য দেন। শ্রমিকরা বলেন, যদি মহা সড়কে সিএনজি চালাতে না পারেন তবে হাজার হাজার পরিবার রাস্তায় নেমে পড়বে, এর দ্বায়ভার কে নেবে? তাই প্রধানমন্ত্রীর নিকট সিএনজি শ্রমিকদের প্রাণের দাবী উক্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পূর্বের ন্যায় সিএনজি অটোরিকশা চলাচলে প্রধানমন্ত্রী ও যোগাযোগ মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।