Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে কালভার্ট নির্মাণে বাঁধা দেয়ার জের দুই পক্ষের উত্তেজনা

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলা সদরের প্রথমরেখ গ্রামে ব্যক্তিগত উদ্যোগে কালভার্ট নির্মাণে বাঁধা দেয়ার জের ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এনিয়ে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী।
জানা যায়, ওই গ্রামের আাব্দুল মান্নানের পুত্র কামরুল ইসলাম ও মৃত বরকত উল্লার পুত্র ফুল মিয়া চলাচলের সুবিধার্থে বাড়ীর পার্শ্ববর্তী সরকারী খালে ব্যক্তিগত উদ্যেগে কালভার্ট নির্মাণকালে একই গ্রামের মৃত জাবেদ খানের পুত্র নেজাবত খান বাঁধা দেন। বাঁধা না মানায় দুই পক্ষের মধ্যে উত্তেজনাসহ বিরোধ সৃষ্টি হয়। কালভার্টের ফলে নেজাবত খানদের পারিবারিক কবরস্থান পানির তোড়ে ভাঙ্গার অভিযোগ এনে কালভার্টটি অন্যত্র সরিয়ে নেয়ার দাবীতে গতকাল জেলা প্রশাসক বরাবরে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক বানিয়াচংয়ের ইউএনওকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।