Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে এক গাভীর তিন বাচ্চা প্রসব

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার কৃষ্ণপুর গ্রামের একটি গাভী এক সাথে ৩টি বাচ্চা প্রসব করেছে। গাভীটির মালিক ওই গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে আব্দুল গণি ওরফে সোনা মিয়া। গত বৃহস্পতিবার গাভীটির প্রসব ব্যাথা শুরু হলে সোনা মিয়া চুনারুঘাট উপজেলা পশু হাসপাতালের চিকিৎসক নিয়ে বাড়িতে আসার আগেই গাভীটি দু’টি বাচ্চা প্রসব করে। এর আধ ঘণ্টা পর আরেকটি বাচ্চা প্রসব করে। এক সাথে ৩ বাচ্চা পেয়ে সোনা মিয়া আনন্দে আত্মহারা। সে অত্যন্ত যতœ সহকারে গাভী ও বাছুরগুলোর সেবা করছে। এদিকে বাছুরগুলো দেখতে আশপাশের মানুষ সোনা মিয়ার বাড়িতে ভিড় জমাচ্ছে।
পশু সম্পদ কর্মকর্তা ও ভেটেনারী সার্জন ডা. সাজেদুল ইসলাম জানান, এক সাথে গাভীর ৩টি বাচ্চা সচরাচর হয় না। তবে এটি অস্বাভাবিক ঘটনা নয়। ডিম্বানু যখন উর্বর হয় তখন একটির বদলে তিনটি ডিম্বানু উর্বর হওয়ায় এ ঘটনা ঘটেছে। এটি জেনেটিক্যাল বিষয়। তিনি জানান, বাচ্চাগুলো গাভীর কাছ থেকে পর্যাপ্ত দুধ পাবে না। তাই এগুলোকে সুস্থ রাখতে গাভী ও বাচ্চাগুলোকে বেশী করে খাবার দিতে হবে।