Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে সালিসের নামে চুরির ঘটনা ধামাচাপা এলাকায় অসন্তোষ

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে সালিস বৈঠক করে একটি চুরির ঘটনাকে মাটি চাপ দিলেন মাতব্বররা। এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। ২৭ জুলাই রাতে নাথপাড়া এলাকায় সালিস বৈঠক অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-৮ জুলাই রাতে মাধবপুর সংবাদ পত্রিকার এজেন্টের ছেলে সুশংকরের বাড়িতে চুরির ঘটনা ঘটে। চোরেরা একটি ল্যাপটপ, দেড় ভরি স্বর্ণ, ১ লাখ ২০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। পরে সুশংকর সুকৌশলে চুরি হওয়া ল্যাপটপ ব্রাহ্মণবাড়িয়ার অরুণ দেবনাথ নামে জনৈক ব্যক্তির কাছ থেকে ৫ হাজার টাকা দিয়ে উদ্ধার করেন। এ ঘটনা জানাজানি হলে  বিষয়টি আপোষে নিষ্পত্তি করার উদ্যোগ নেয় স্থানীয় লোকজন। পরবর্তীতে গত ২৭জুলাই রাতে নাথপাড়া এলাকায় মহারাজ মিয়ার সভাপতিত্বে এক সালিস বৈঠক হয়। সালিস বৈঠকে নাথপাড়ার বিকাশ ও তপন দেবনাথ নামে দুই যুবককে চোর সাব্যস্থ করা হয়। চোরদের কাছ থেকে অন্যান্য চোরাই পণ্য উদ্ধার না করে ৩০ হাজার টাকা জরিমানা করে চুরির ঘটনাটি চাপা দেওয়া হয়েছে। এর আগেও তাদের বাড়িতে ৪ বার চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে।