Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে জাতীয় মৎস্য সপ্তাহে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

স্টাফ রিপোর্টার, বানিয়াচং থেকে ॥ জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বানিয়াচং উপজেলা সিনিয়র মৎস্য বিভাগ নলাই হাওরে ৪ ঘন্টা অভিযান চালিয়ে প্রায় ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জাব্দকৃত জাল পরে পুড়ানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সূত্র জানায়, গত ২৮ জুলাই ২০১৫ খ্রীষ্টাব্দ থেকে বানিয়াচংয়ে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়। পূর্ব নির্ধারিত কর্মসূচী অনুযায়ী গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রমনী মোহন পালের নেতৃত্বে স্থানীয় নলাই হাওরে ৪ ঘন্টা অভিযান পরিচালনা করে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয় । যার বাজার মুল্য ৫০ হাজার টাকা। অভিযানে উপস্থিত ছিলেন মৎস্য কর্মচারী ক্ষেত্র সহকারী হাবিবুর রহমান, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর জালাল উদ্দিন, নাঈম উদ্দিনসহ সংশ্লিষ্টরা। এ ব্যাপারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার রমনী মোহন পালের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান বানিয়াচং উপজেলার নলাই, মকা হাওরের বিভিন্ন বিলে ও হাওরে এক শ্রেণীর মৎস্য শিকারীরা কারেন্ট জাল দিয়ে পোনা মাছ নিধন করেছে খবর পেয়ে নলাই হাওরে অভিযান পরিচালনা করে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় অভিযান পরিচালনায় সহযোগীতা করেন, বানিয়াচং থানার এসআই আমিনুল ইসলাম সহ সংঙ্গীয় ফোর্স। আরও জানান জব্দকৃত অবৈধ কারেন্ট জাল আগামী রবিবার উপজেলা পরিষদ মাঠে প্রকাশ্য ভস্মিভৃত করা হবে।