Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শিশুদের ভিক্ষুক সাজিয়ে টাকা কামাই ॥ বাহুবলে ৩ শিশু আটক

বাহুবল প্রতিনিধি ॥ ‘আমাদের মা নেই, বাবা নেই, আমরা গরিব মানুষ, ভাত খাইতে পারি না, আমরা মাদ্রাসায় পড়ি, টাকা পয়সা নাই, কোরআন শরিফ কিনতে পারি না, আমাদেরকে সাহায্য করুন’। এমনিভাবে দৈনিক ৩ থেকে ৪শ’ টাকা যা পায় তা-ই তারা তুলে দেয় রফিক নামে জনৈক ব্যক্তির হাতে। কিশোরদের দিয়ে রফিক এভাবেই টাকা কামাই করছে। গতকাল সোমবার বাহুবলে জনতার হাতে আটক ৩ শিশু কিশোর এ ধরণের চাঞ্চল্যকর তথ্য প্রদান করেছে। তবে সেই রফিকটি কে? তা তারা বলতে পারছেনা। তাদের মা রফিককে চিনে বলেও তারা জানায়। আটক ৩ শিশু হচ্ছে-কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার কারদিপাড়া গ্রামের মৃত কাঞ্চন মিয়ার ছেলে জুনাঈদ (৭), একই গ্রামের কালাম মিয়ার ছেলে সোহাগ (১৩) ও ব্রাক্ষণবাড়িয়া জেলার সদর উপজেলার মধ্যপাড়া গ্রামের মৃত আলম মিয়ার ছেলে জুয়েল মিয়া (১২)। গতকাল সোমবার দুপুরে উপজেলার ফদ্রখলা গ্রামে সাহায্য তুলার সময় স্থানীয় লোকদের সন্দেহ হলে তাদের আটক করে মিরপুর ইউনিয়ন কমপ্লেক্সে তাদের নিয়ে যাওয়া যায়।
এ সময় আটক শিশু সোহাগ জানায়, আমাকে শায়েস্তাগঞ্জের জামতলি হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করাবে বলে রফিক নামে এক লোক বাড়ি থেকে নিয়ে আসে। আসার পর মাদ্রাসায় না পাঠিয়ে বিভিন্ন এলাকায় গরীব বলে মানুষের কাছ থেকে টাকা আনতে বলে। আমি দৈনিক সাড়ে ৩শত টাকা থেকে ৪শত টাকা রুজি করলে রফিক আমার কাছ থেকে সব টাকা নিয়ে নেয়। যে দিন আমাকে কেউ ভাত দেয়না সেদিন সে আমাকে ৫০ থেকে ৬০টাকা দেয়। সে জানায়, বিভিন্ন মসজিদের বারান্দায় অথবা বাজারের বিভিন্ন জায়গায় থাকি। একই বক্তব্য আরও অপর ২ শিশুদের। রফিক লোকটি কে? জানতে চাইলে তারা জানায় আমার মা ছিনে, তার বাড়ি ঘর কোথায় জানিনা, দেখলে ছিনব। তারা জানায়, আমাদের যেখানে গাড়ি থেকে নামিয়ে দেয় বিকালে সেখানে রফিক দাড়িয়ে থাকে টাকা নেওয়ার জন্য। টাকা দিলে সে বিভিন্ন জায়গায় আমাদের থাকতে দেয়।
স্থানীয় নোয়াগাও গ্রামের মনজুর হোসাইন জানান, ওদেরকে আমিও কিছু টাকা ও একটা কোরআন শরিফ দিয়েছি।
ভূগলী মোল্লাবাড়ী গ্রামের দুলাল মিয়া জানান, গতকাল এদেরকে দুপুরে আমি ভাত ও ১৫০টাকা দিয়েছি।
এ বিষয়ে মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আওয়াল জানান, আমার ইউনিয়নের ফদ্রখলা গ্রামের একটি মসজিদে তাদের রাতে থাকতে দেখে এলাকাবাসীর সন্দেহ হলে তারা দুপুরে আমার অফিসে নিয়ে আসে। তাদের কাছ থেকে কিছু তথ্য আমি উদ্ধার করেছি। রফিকের একটি নাম্বার সংগ্রহ করেছি কয়েকবার ফোন দিয়েছি সে ফোন রিসিভ করছে না।
র‌্যাব-৯ ফোন দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করা সম্ভব।
সোমবার বিকাল ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা মিরপুর ইউনিয়নে অবস্থান করছিল।