Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে ফলজ গাছের চারা বিতরণ

চুনারুঘাট প্রতিনিধি ॥ পরিবেশের ভারসাম্য রক্ষা ও পরিবারের সবার জন্য বিষমুক্ত ফল খাওয়ার লক্ষ্যে চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের ৫’শ ৩০টি পরিবারে ফলজ জাতীয় চারা বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে দেওরগাছ ইউপি কার্যালয়ে সাতছড়ি জাতীয় উদ্যানের সহ-ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে চারা বিতরণের উদ্বোধন করেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের। সহ-ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও ক্রেল প্রকল্পের কর্মকর্তা অর্জুন দাসের পরিচালনায় চারা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দেওরগাছ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামছুননাহার চৌধুরী, সহ-ব্যবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ সাইফুল আলম রুবেল, সদস্য আশ্রাব আলী হাবিলদার, রাবেয়া বেগম, ইউপি সদস্যা দৌলতুন্নেছা ও আওয়ামীলীগ নেতা শামছুল হক। এতে বক্তব্য রাখেন ক্রেল প্রকল্পের আবু হানিফা মেহেদী, আব্দুল্লাহ আল মামুন, শিক্ষক বশির আহমেদ, সিরাজুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে উপজেলার ৮টি গ্রামের ৫’শ ৩০ পরিবারে ৭টি করে চারা বিতরণ করা হয়। ক্রেল প্রকল্পের আওতায় জাতীয় উদ্যানের আশপাশ এলাকার ৩৮টি  গ্রামের প্রায় দুই হাজার সদস্যকে একটি করে আ¤্রপালি, চায়না লিচু, কাজী পেয়ারা, কলমি ডালিম, জলপাই, নারিকেল ও জারা লেবুর চারা বিতরণ করা কবে। আজ মঙ্গলবার মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন ও আগামীকাল চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের সদস্যদের মধ্যে চারা বিতরণ করা হবে।