Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

৫৫ সংবর্ধনার পর বানিয়াচঙ্গের ইউএনও শামছুল ইসলামের বিদায়

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম ৫৫টি বিদায়ী সংবর্ধনার পর গতকাল সন্ধ্যায় বানিয়াচং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ রায়হানুল হারুন এর নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করে বানিয়াচঙ্গ ত্যাগ করলেন। ৩ দিন পর এনবিআর এর একান্ত সচিব হিসাবে দায়িত্ব গ্রহণ করছেন বলে বিদায়ী ইউএনও সূত্রে প্রকাশ। গত ২১ জুলাই ইউএনও বদলীর খবরে বানিয়াচঙ্গ উপজেলার সর্বস্তরের জনগণ, ব্যক্তিগত সরকারী বেসরকারী সংস্থা সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদানের হিড়িক পড়ে যায়। সর্বশেষ গতকাল দায়িত্ব হস্তান্তরের পূর্ব মুহুর্তে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। এর পূর্বে ২নং বানিয়াচং উত্তর পশ্চিম ইউপি, বানিয়াচঙ্গ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, এনজিও ফোরাম, শ্রী শ্রী বুরাশিব বাড়ী সংঘ, বিআরডিবি, মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়, বানিয়াচং থানা, বানিয়াচঙ্গ স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা ভূমি প্রশাসন সংবর্ধনা প্রদান করে। গত ২৩ জুলাই বানিয়াচঙ্গ অফিসার্স ক্লাব, হবিগঞ্জ জেলা কমান্ড মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এর পূর্ব দিন হবিগঞ্জ লেডিস ক্লাব, হবিগঞ্জ অফিসার্স ক্লাব ও এডমিনিষ্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন হবিগঞ্জ শাখা সংবর্ধনা প্রদান করে। ২১ জুলাই স্ব-স্ব কার্যালয়ে ও ইউএনও অফিসে বিভিন্ন সময়ে সংবর্ধনা প্রদান করে বানিয়াচং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, শরীয়ত বিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটি, অগ্রদূত সংসদ, হিন্দু বৌদ্ধ ছাত্র কল্যান পরিষদ, গ্রীন গার্ডস ক্লাব, রাহ-সমাজ কল্যাণ যুব সংস্থা, এনজিও ইউনিকেয়ার, চান-তারা যুব সংঘ, জুড়াসিক ক্লাব, বানিয়াচং ইমাম সমিতি, তারুন্য সংসদ, ইয়াং স্টার ক্লাব, সান ক্লাব, ৫/৬ নং স্পোটিং ক্লাব। ২২ জুলাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী এসোসিয়েশন, পরিবার পরিকল্পনা কর্মচারী সমিতি, সিএইচসিপি পরিষদ, হীড বাংলাদেশ, ৪নং বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউনিয়ন পরিষদ, ৩নং বানিয়াচং সদর দক্ষিণ পূর্ব ইউনিয়ন পরিষদ, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব (সিদ্দিক), বানিয়াচং প্রেসক্লাব (খেলু), বানিয়াচং রিপোর্টার্স ইউনিটি, প্রেসক্লাব (মোর্শারফ), বানিয়াচং সাংবাদিক ইউনিয়ন-এর কার্যালয়ে ইউএনও-কে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৩ জুলাই বানিয়াচং উপজেলা পরিষদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি, একটি বাড়ি একটি খামার, উপজেলা নারী উন্নয়ন ফোরাম, বানিয়াচং ইউডিসি উদ্যোক্তা ফোরাম, সুফিয়া মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, শায়েখ আবু নছর কোরাইশী দাখিল মাদ্রাসা, বানিয়াচং উপজেলা কৃষি কর্মকর্তা কর্মচারী পরিষদ, বানিয়াচং স্কাউট কাব, বানিয়াচং ব্যাংকার্স এসোসিয়েশন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড পর্যায়ক্রমে সিরিজ সংবর্ধনা নিজ নিজ প্রতিষ্ঠান ও সংস্থার কার্যালয়ে মানপত্র, ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়েছে।