Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

এইচএসসি’র ফল ৯ আগস্ট

স্টাফ রিপোর্টার ॥ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ৯ আগস্ট প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন গণভবনে ভিডিও কনফরেন্সের মাধ্যমে ফল প্রকাশ করবেন। গতকাল রোববার  শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তা  এ তথ্য জানিয়েছেন। রেওয়াজ অনুযায়ী, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিভিন্ন শিক্ষা বের্ডের চেয়ারম্যানদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করবেন। সকাল ১০টায় প্রধানমন্ত্রী দু’টি জেলার কলেজের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলে ফল প্রকাশ করবেন। এরপর দুপুরে সচিবালয়ে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন। এর আগে ৮ অথবা ৯ আগস্ট ফল প্রকাশের সময় চেয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠায় শিক্ষা মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর কার্যালয় ফল প্রকাশের জন্য ৯ আগস্ট নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে চিঠি পেলে শিক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে দিনক্ষণ ঘোষণা করবে বলে জানান ওই কর্মকর্তা। কোন দু’টি কলেজের সাথে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স করবেন তা রোববারই চূড়ান্ত করবে শিক্ষা মন্ত্রণালয়।
গত ১ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হওয়া পরীক্ষা সারা দেশে দুই হাজার ৪১৯টি কেন্দ্রে আট হাজার ৩০৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।