Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ফুটবল খেলায় বিরোধের জের ॥ বানিয়াচংয়ে সংঘর্ষে আহত শতাধিক

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে ফুটবল খেলায় মারামারির জের ধরে দু’পক্ষের সংঘর্ষে শতাধিক লোক আহত হয়েছে। গতকাল শনিবার দুপুরে ছিলাপাঞ্জা ও তাতারী মহল্লাবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে ৩নং বানিয়াচং দক্ষিণ-পূর্ব ইউপি’র চেয়ারম্যান হাবিবুর রহমানসহ উপজেলা সদরের বিভিন্ন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ মারমুখী দু’পক্ষের মধ্যস্থলে অবস্থান নিয়ে সংঘর্ষ থামানোর প্রাণপণ চেষ্টা চালান। খবর পেয়ে বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। গন্যমান্য ব্যক্তিবর্গ ও পুলিশের যৌথ প্রচেষ্টায় ঘন্টাখানেক পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে আহতদের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করা হয় এবং দু’পক্ষকে আপোষ মানানোর চেষ্টা চালানো হয়। আহতদের মধ্যে ইউপি সদস্য আব্দুল ছালাম মিয়া (৬০), আতাউর (৩০), আমির আলী (৩০), আবিদুর (৪০), সোহাগ (১৪), জনু মিয়া (২৫), বিনয় (২৩), কালা মিয়া (২৪), কাশেম (১৫), ওয়াহিদ (৪০), সোহাগ (১৪),সবুর (২৫), সুজন (৩৫), ফারুক (২৫), আল-আমিন (২২), শের আলী (৫০), জীবন (১৪), আল-আমিন মিয়া (১৮), ইমদাদুর (২০), কবির (৩০), নুরুল হক (২২), জুবায়ের (১৮), জসিম (২০), কেলামত (৪৫), নিয়ামত (৪৫), লুৎফুর (১৮), আবুল (২০), আঃ আলিম (২৮), আব্দুল ছালাম (৪০), আবুল কালাম (৩০), মাতাব উল্লা (৬৫), শাহনুর (১৫), আবু ছালেক (৩০), আবুল হোসেন (২০), খাইরুল (২৫), রাজু (২১), মনির (১৮), আনোয়ার (৩৬), মেহের (১৩), কয়েছ (১৫), সালমান (১৫), মোকলেছ (১৪), সোহাগ (১২), খেলু (২০), মোতাব্বির (২০), আলী আজগর (৪১), কাউছার (১০), আহার (২৫), ওমর আলী (২৫), আনসার (২৫), নয়ন (১২) ও নাঈম (১২) হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।