Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে পূর্ব বিরোধের জের ॥ দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত ॥ বাড়িঘর ভাংচুর

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত হয়েছে। গতকাল দুপুরের দিকে নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের হৈবতপুর গ্রামে সংঘর্ষের ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কুর্শি ইউনিয়নের হৈবতপুর গ্রামে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে গত ১১ জুলাই বিকালে রশীদ মিয়ার লোকজন রফিক মিয়ার বাড়িতে হামলা করে বাড়িঘর ও আসবাবপত্র ভাংচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে। এ ব্যাপারে থানায় অভিযোগ দেয়া হয়। এর পর থেকে উভয় পক্ষের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে উভয় পক্ষ হাকডাক দিয়ে ভয়াবহ সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হয়। সংঘর্ষ চলাকালে রফিক মিয়ার পক্ষের বাড়িঘর ভাংচুর করা হয় বলে স্থানীয়রা জানান। গুরুতর আহত মিনারা বেগম (৩২), জামাল মিয়া (২৫), তকদির মিয়া (৪০), আয়েশা বেগম (৪০), শাহজাহান মিয়া (২৫), আব্দুর রহিম (৫০), আব্দুল ওয়াহিদ (৬০), বাবলু মিয়া (২০), জাকির মিয়া (৩০), আব্দু রশিদ (৪০), আব্দুল খালিক (৩২), শাহীন মিয়া (২০), আজমান মিয়া (৫০)কে সিলেট প্রেরন এবং অপর আহত মতক্কির মিয়া (৩৫), মোফাজ্জল মিয়া (২০), শাহান মিয়া (২০), পিয়ারা বেগম (৪৫), আমিন মিয়া (২০), রুমান মিয়া (২০), তালেব হোসেন (৩৫) মুহিত মিয়া (৩৪), আব্দুল জলিল (৭০), এরশাদ মিয়া (৬০), রাসেল মিয়া (১৮) ও ফারুক মিয়া (৪৫)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও বাকী আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহত তকদির মিয়া ও আব্দুর রহিমের অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।