Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নয়াপাড়া চা বাগানের ২ পাহারাদারকে বেঁধে ৩টি ট্রান্সফরমার নিয়ে গেছে দুর্বৃত্তরা

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার নয়াপাড়া চা বাগানে নৈশ প্রহরীদের বেঁধে সেচ কাজে ব্যবহৃত ৩টি বৈদ্যুতিক ট্রান্সফরমার ও তামার তারসহ প্রায় ৬ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে একদল দুর্বৃত্ত। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে নয়াপাড়া চা বাগানের ২৩নং সেকশনে এ ঘটনাটি ঘটে। সহকারী ব্যবস্থাপক এএফএম ফরহাদ হোসেন জানান, বৃহস্পতিবার গভীর রাতে নয়াপাড়া চা বাগানের ২৩নং সেকশনে স্থাপিত  বৈদ্যুতিক পাওয়ার হাউজে কর্তব্যরত ২ নৈশ প্রহরীকে জিম্মি করে হাত পা বেঁধে ১৫/২০ জনের একদল মুখোশধারী দুর্বৃত্ত পাওয়ার হাউজের তালা ভেঙ্গে ৩টি ট্রান্সফরমার, বিদ্যুৎ লাইনের মুল্যবান তামার তারসহ প্রায় ৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় সহকারী ব্যবস্থাপক সোহাগ মাহমুদ বাদী হয়ে গতকাল শুক্রবার সকালে মাধবপুর থানায় অজ্ঞাত নামা ১৫/২০ ব্যক্তির বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। মাধবপুর থানার পরিদর্শক তদন্ত খন্দকার মোঃ আজমিরুজ্জান অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই শহিদুল্লা পিপিএম কে দায়িত্ব দেওয়া হয়েছে। চা বাগানের ব্যবস্থপক ফখরুল ইসলাম ফরিদি জানান, বৈদ্যুতিক ৩টি ট্রান্সফরমার দিয়ে কৃত্রিম উপায়ে চা বাগানে ১৩০ হেক্টর জায়গায় সেচ দেওয়া হত। ট্রান্সফরমার নিয়ে যাওয়ার কারণে এখন সেচ কাজ ব্যাহত হবে।
এদিকে এ ঘটনাটি রহস্যজনক বলে বাগানের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানান।