Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে উদ্ধার হওয়া লজ্জাবতী বানর সাতছড়ি উদ্যানে অবমুক্ত

চুনারুঘাট প্রতিনিধি ॥ নবীগঞ্জ ও মাধবপুর থেকে উদ্ধার হওয়া দুইটি লজ্জাবতী বানরকে চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ও বৃহস্পতিবার বিকেলে বানর দুটিকে অবমুক্ত করা হয়।
বন বিভাগ জানায়, বৃহস্পতিবার সকালে মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকা থেকে স্থানীয় লোকজন একটি লজ্জাবতী বানর আটক করে। পরে খবর পেয়ে সাতছড়ি বন বিভাগের লোকজন উদ্ধার করে নিয়ে আসে। গতকাল শুক্রবার বিকেলে সাতছড়ি জাতীয় উদ্যানের সহ-ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি আবুল কালাম আজাদ জাতীয় উদ্যানে এ বানরটি অবমুক্ত করেন। এ সময় বন বিভাগের কর্মকর্তা কর্মচারী, সিএমসির সদস্যসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
এদিকে বুধবার নবীগঞ্জ উপজেলায় একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর স্থানীয়রা আটক করলে চুনারুঘাট বন বিভাগের বিশেষ টহল বাহিনী বানরটি উদ্ধার করে বৃহস্পতিবার বিকেলে সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করেন।