Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে ছাত্রদলের পথসভায়-শেখ সুজাত ॥ গনতন্ত্র ফিরে না আসা পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যেতে হবে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজিব আহসানকে গ্রেফতারের প্রতিবাদে ও হবিগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব জি কে গউছকে হবিগঞ্জ কারাগারে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে নবীগঞ্জ উপজেলা ও কলেজ ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার মিছিলটি নবীগঞ্জ শহর প্রদক্ষিণ শেষে নতুন বাজার মোড়ে নিম্বর টাউয়ারের সামনে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হারুনুর রশীদ হারুনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান জুয়েলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নবীগঞ্জ-বাহুবল আসনের সাবেক এমপি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া। এছাড়া বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ আবুল কাশেম, খালেদ আহমদ, আবুল কালাম মিঠু, কলেজ ছাত্রদল আহ্বায়ক অলিউর রহমান অলি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউল ইসলাম জিয়া, কাউছার আলম, আবুল হাসনাত আবুল। এসময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ সদর ইউপি যুবদলের সাধারণ সম্পাদক শাহ হুসাইন আহমদ, সায়েল আহমদ, জাকির হোসেন চৌধুরী, আলী হোসেন, তপন মালাকার, জাহাঙ্গীর আহমদ, জুনেদ আহমদ, রাজীব ভট্রাচার্য্য, মুমিন তালুকদার, আব্দুল হাই, আহাদ মিয়া, রুমেল মিয়া, সৈয়দ আলী, শেখ সাইদুর, শেখ আল-আমীন, অপু আহমদ, মামুন মিয়া, উজ্জল চৌধুরী, বাপ্পি আচার্য্য, চুনু মিয়া, লেবু মিয়া, সাইদুর রহমান, খোকন মিয়া, ইসমাইল মিয়া, শোহাদ মিয়া, সুহেব মিয়া, সিরাজুল আমীন তালুকদার, ওসমান মিয়া, ছায়েদ আলী, আবরুছ মিয়া প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শেখ সুজাত মিয়া বলেন, সরকারের সকল ষড়যন্ত্র জেল, জুলুম, গ্রেফতার-হুলিয়াকে উপেক্ষা করে জিয়ার আদর্শের লড়াকু সৈনিকদের ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র ফিরে না আসার আগ পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার আহবান জানান এবং হবিগঞ্জের মেয়র ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব জি কে গউছের জনপ্রিয়তায় ইর্ষানিত হয়ে সরকারের ইন্ধনে তাকে হত্যা করার চেষ্ঠা চালানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি হুশিয়ারি উচ্চারন করে বলেন, ভবিষ্যতে যাতে ২০ দলীয় জোটের কোন নেতাকর্মীর উপর এরকম ষড়যন্ত্রমুলক হত্যা চেষ্ঠা চালানো না হয়। অন্যতায় এর ফল শুভ হবে না।