Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হতদরিদ্র মানুষের সহায়তায় বিত্তশালী ব্যাক্তিদের এগিয়ে আসতে হবে-এনামুল হাবিব

স্টাফ রিপোর্টার ॥ হতদরিদ্র মানুষের সহায়তায় বৃহত্তর লন্ডন ইউকে ট্রাস্টের ন্যায় সমাজের বিত্তশালী ব্যাক্তিদের এগিয়ে আসতে হবে। তিনি গত ১৯ জুলাই নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়ন কমপ্লেক্সে বৃহত্তর লন্ডন ইউকে ট্রাস্ট নবীগঞ্জ কর্তৃক হতদরিদ্রদের মধ্যে ঈদ উপলক্ষে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন অত্র ইউনিয়নের কৃতি সন্তান ও সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব এনাম। বাউসা ইউপি চেয়ারম্যান আনোয়ারুর রহমানের সভাপতিত্বে ও ইউপি সচিব প্রিতেশ রঞ্জন চৌধুরীর পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকার তোফায়েল আহমদ চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাউসা ইউপির আরুয়া কলকলিয়া পানি ব্যবস্থাপনা সমিতির সভাপতি মোঃ শফিকুর রহমান, বিশিষ্ট মুরুব্বী আব্দুল বারিক, ফখরুল ইসলাম, ইউপি সদস্য শিশু মিয়া, লোকমান উদ্দিন, মতিউর রহমান, আব্দুল মান্নান, সাইফুর রহমান, ইউপি সদস্যা মরিয়ম বেগম সহ ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ। উক্ত সভায় গ্রেটার লন্ডন নবীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে হতদরিদ্রদের মধ্যে ঈদ উপলক্ষে আর্থিক সাহায্য হিসাবে ৩৫জন পুরুষ/মহিলাদের মধ্যে নগদ ১ হাজার টাকা অর্থ বিতরণ করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে আয়োজিত অনুষ্টানের সভাপতি বাউসা ইউপি চেয়ারম্যান আনোয়ারুর রহমান তার সমাপনী বক্তব্যে বৃহত্তর লন্ডন ইউকে ট্রাস্ট নবীগঞ্জ হতদরিদ্র অসহায় মানুষদের পাশে দাড়ানোর জন্য তিনি কৃৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রতি বছর গরিবদের সহায়তায় তাদের এ কর্মসূচী অব্যাহত রাখার আহবান জানান।