Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কুয়েতে ব্রয়লার বিস্ফোরণ ॥ একটি স্বপ্নের মুত্যু

নুরুল আমিন, চুনারুঘাট থেকে ॥ কুয়েতে ব্রয়লার বিষ্ফোরণে নিহত জাবেদের মরদেহ এক নজর দেখার জন্য রাত থেকেই এলাকার মানুষের ভীড় লেগে যায় গ্রামের বাড়ীতে। প্রিয় মানুষটির নিথর দেহ দেখার জন্য আসা মানুষজনের চোখে-মুখে ছিলো বিষাদের ছাপ। কেউই চোখের পানি ধরে রাখতে পারছিলেন না। নিহত জাবেদের আত্মীয়দের আহাজারীতে এলাকার বাতাস ভারী হয়ে উঠছিল। তাদের কান্না-আহাজারিতে দর্শনার্থীরাও চোখের পানি ধরে রাখতে পারছিলেন না। গতকাল বিকাল ৫টায় জাবেদের মরদেহটি শাহজালাল বিমানবন্দর থেকে লাশবাহী লাইটেজে করে আনা হয় গ্রামের বাড়ী চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের আলুনিয়া (ক্বারী বাড়ী) গ্রামে। তার বাবার নাম আলহাজ্ব জিতু মিয়া। কফিনে মোড়ানো জাবেদের মৃত দেহটি গ্রামের বাড়ী এসে পৌছলে কান্নার রোল উঠে চারদিকে। জাবেদের বৃদ্ধ মা এবং বাবা ছিলেন নির্বাক। তাদের চোখ বেয়ে কেবল অশ্র“ ঝরছিলো। সবার একটাই কথা-আহারে তরতাজা ছেলেটি লাশ হয়ে ফিরলো? হে আল্লাহ এ তোমার কেমন বিচার? মিরাশি ইউনিয়নের ইউপি সদস্য মীর মানিক বলেন, ৮ ভাই বোনের মধ্যে জাবেদ ছিলেন ২য়। ভাগ্য অন্বেষনে জাবেদ ১১ বছর আগে পাড়ি জমান কুয়েতে। ওখানে তিনি একটি কারখানায় চাকরি করতেন। গত ১৬ জুলাই ওই কারখানায় কাজ করার সময় আকষ্মিক ব্রয়লার বিস্ফোরিত হয়ে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। সে দেশের নানা আনুষ্টানিকতা সম্পন্ন করতে মাসাধিককাল সময় চলে যায়। গতকাল বিকাল ৫টায় কফিনে মুড়ানো হতভাগা জাবেদের মরদেহ বাড়ী পৌছে। বিকাল ৫টায় জানাজা শেষে জাবেদের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর সাথে দাফন করা হয় একটি স্বপ্নের।