Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে পৃথক সংঘর্ষে আহত ৫০

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে পৃথক দু’টি সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। গুনই ও যশকেশরী গ্রামে সংঘর্ষের ঘটনাগুলো ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে- গুনই গ্রামে একটি খাস জমির দখল নিয়ে মুকিত মিয়া চৌধুরীর (৬০) সঙ্গে একই গ্রামের সাবেক ইউপি সদস্য সালেক মিয়ার দীর্ঘদিনের পূর্ব বিরোধ রয়েছে। এরই জের ধরে গতকাল দুপুর ১২টার দিকে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষ লাঠিসোটা ও ফিকলসহ বিভিন্ন দেশী অস্ত্র ব্যবহার করে। এতে আহত হয়েছে অন্তত ৪০। পরে খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফীন জানান-পূর্ব বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আহতদের মধে গেদা মিয়া (৫০), জালাল (২৬), বশির (৪৫), রেজ্জাক (২০), রোহেনা (২৬), মারফুল (৪০), ফুলমতি (৩৫), সাদিয়া (৩৮), দুলাল (২০), আউয়াল (৩০), হাবিব (২৫), রকিব (২০), জাহের (১৬), রুবেল (১৫) এবং যশকেশরী গ্রামের সমুজ (৫০), বাবুল (২২), মাহমুদা (১৪), তমিজ (৫৬), আলী (২২), আছিয়া (২৮), রাসেল (২০), হ্যাপি (১৩), নুর (২৫) ও মহসিনকে (২৫)  হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যান্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
অপরদিকে, একই উপজেলার যশকেশরী গ্রামের ছেলে মেয়ের প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষে সংঘর্ষে উভয় পক্ষে ১০ জন আহত হয়েছে।