Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আসামপাড়ায় চোরাই মালামাল উদ্ধারকারীর বিরুদ্ধে মামলা প্রতিবাদে শনিবার মানববন্ধন

চুনারুঘাট প্রতিনিধি ॥ বাল্লা সীমান্তের মোকামঘাট এলাকা থেকে সিসি ব্লক স্থাপনকারী ঠিকাদারের চুরি যাওয়া সিমেন্ট ও শ্যালো মেশিন উদ্ধারের ১৭ দিন পর উদ্ধারকারী দেওয়ান রিপনের বিরুদ্ধে ৫০ লাখ টাকার মানহানীর মামলা দায়ের করা হয়েছে। ২০ জুলাই হবিগঞ্জ আদালতে মামলাটি দায়ের করেন গোবরখলা গ্রামের মৃত সিরাজ মিয়ার পুত্র সফিকুর রহমান। আদালত ৪০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য চুনারুঘাট থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। ওই মামলায় সফিকুর রহমান নিজেকে একজন দানশীল বলে উল্লেখ করেছেন। সিসি ব্লক স্থাপনকারী ঠিকাদার পক্ষের লোকজন বলেন, ৩ জুলাই শাহ গাজী (র) মোকামের একটি ঘরে রক্ষিত ১৫ বস্তা সিমেন্ট ও ১টি শ্যালো মেশিন চুরি হলে এ নিয়ে স্থানীয় মানুষের মাঝে প্রতিক্রিয়ার জন্ম হয়। এলাকার সুনাম রক্ষার্থে গাজীপুর ইউপি আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা চোরাই মালামাল উদ্ধারে মাঠে নামেন এবং এক পর্যায়ে গোবরখলা গ্রামের আইয়ুব আলীর পুত্র সুহেলকে আটক করে আসামপাড়া বাজারের ব্যবসায়ী দেওয়ান রিপনের ব্যবসা প্রতিষ্টানে এনে জিজ্ঞাসাবাদ করেন। পরে মাসুকের স্বীকারোক্তি মতে বাদি সফিকের পুকুরপাড় থেকে ১৫ বস্তা সিমেন্ট ও তার পুকুর থেকে চোরাই শ্যালো মেশিনটি উদ্ধার করা হয়। চোর মাসুক তার জবানবন্দিতে বাদি শফিকের নির্দেশে ওই মালামাল গুলি চুরি করা হয়েছিলো বলে জানায়। এ নিয়ে দেওয়ান রিপন ৮ জুলাই ফেসবুকে একটি স্ট্যাটাস দিলে সফিকুর রহমান ক্ষেপে যান। এরই জেরে ২০ জুলাই আদালতে দেওয়ান রিপনকে আসামী করে মানহানি মামলা করেন। এ মামলার খবর এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। গতকাল সফিকের বিরুদ্ধে বিভিন্ন স্থানে উঠান বৈঠক হয়েছে। আগামী শনিবার সকাল ১০ টায় দেওয়ান রিপনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে আসামপাড়া বাজারে মানববন্ধন কর্মসুচী পালনের ডাক দিয়েছে ওই এলাকার সচেতন নাগরিক সমাজ।