Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জেলা জাসদের উদ্যোগে কর্ণেল আবু তাহেরের ৩৯তম ফাঁসি দিবস পালিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ ২১ জুলাই শহীদ কমরেড কর্ণেল আবু তাহের (বীর উত্তম) এর ফাঁসি দিবস উপলক্ষে জেলা জাসদ এর উদ্যোগে স্থানীয় হবিগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা জাসদের সাধারণ সম্পাদক এডভোকেট তাজ উদ্দিন সুফি। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাসদ জাতীয় পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফিরোজ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা জাসদের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা এডভোকেট তোরাব আলী খন্দকার, যুক্তরাজ্য জাসদ নেতা তাসাদ্দুক হোসেন বাহার, জাসদ নেতা এডভোকেট দেওয়ান মিনহাজ গাজী, পৌর জাসদের সভাপতি শাহ আশিকুর রহমান, জেলা যুবজোট সভাপতি শাহ মোঃ আঃ কাইয়ুম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম সারোয়ার জাহান লিটন ও জেলা ছাত্রলীগ সভাপতি মাহবুবুল হাসান রিজু।
এ সময় বক্তারা বলেন-আজ সর্বোচ্চ আদালতের রায়ে প্রমাণিত হয়েছে কর্ণেল তাহেরকে সামরিক ট্রাইব্যুনালে ফাঁসির মাধ্যমে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে এবং উনি যে দেশপ্রেমিক ছিলেন আদালতের রায় তা-ই প্রমাণ করে। বক্তারা আরও বলেন কর্ণেল তাহের তথা জাসদকে বাদ দিয়ে এদেশের স্বাধীনতার ইতিহাস কোনভাবেই রচনা করা সম্ভব নয়।
সভা সঞ্চালনায় ছিলেন জেলা জাসদ-এর সাংগঠনিক সম্পাদক ও বৃন্দাবন সরকারি কলেজের সাবেক ভি.পি আবু হেনা মো¯-ফা কামাল।