Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ইন্টার‌্যাক্ট ক্লাব অব হবিগঞ্জের যাত্রা শুরু তূর্য প্রেসিডেন্ট ইরাম সেক্রেটারী

প্রেস বিজ্ঞপ্তি ॥ ইন্টার‌্যাক্ট ক্লাব অব হবিগঞ্জের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে কালীবাড়ি ক্রস রোডস্থ লিংক কার্যালয়ে অনুষ্ঠিত ১ম নিয়মিত সাপ্তাহিক সভায় সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট সীমান্ত দেব তূর্য। রোটারী ক্লাব অব হবিগঞ্জের পার্টনার ইন সার্ভিস এই সংগঠনের ১ম সভায় বক্তব্য রাখেন রোটারী ক্লাবের চার্টার প্রেসিডেন্ট শহীদ উদ্দিন চৌধুরী, প্রেসিডেন্ট জগদীশ চন্দ্র মোদক, পিপি পূণ্যব্রত চৌধুরী বিভু, পিপি সুভাষ চন্দ্র দেব, পিপি আলহাজ্ব শামীম আহছান, পিএসসিসি প্রদীপ দাশ সাগর, রোটার‌্যাক্ট ক্লাব প্রেসিডেন্ট শুভজিৎ দেব শাওন, আইপিপি দিবাকর পাল, পিপি আযহারুল ইসলাম মুরাদ, পিপি এসএএম ওয়াদুদ মাসুম প্রমূখ। ১২ থেকে ১৮ বছর বয়সী কিশোর-কিশোরীদের নিয়ে নবগঠিত এ সংগঠনের নেতৃবৃন্দ হলেন ভাইস প্রেসিডেন্ট রনক আলভি রাইসা কথা, সেক্রেটারী সৈয়দ ওয়াসী ইকবাল ইরাম, জয়েন্ট সেক্রেটারী তিলোত্তম দেব রায় স্বচ্ছ, ট্রেজারার সৈয়দ তাওসিফুর রেজা, ক্লাব সার্ভিস ডিরেক্টর ইফতেখার আহমেদ ফাগুন, কমিউনিটি সার্ভিস ডিরেক্টর সাদমান ইসলাম নাবিল, ভোকেশনাল সার্ভিস ডিরেক্টর এম এ তাহির তন্ময়, ফাইন্যান্স সার্ভিস ডিরেক্টর অর্পিতা দেব সৃষ্টি, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর প্রতীক অধিকারী, সার্জেন্ট এট আর্মস সৈয়দ বায়িস ইকবাল, কো-সার্জেন্ট এট আর্মস দেবাশীষ দাস, এডিটর তাহমিনা আক্তার সাকি, মেম্বার মোস্তাকিম বিল্লাহ, অয়ন দাস উৎস, সামন্ত দেবনাথ, দীপক এন্দ, প্রান্ত দেবনাথ, তামবিরুল হাসান, স্বার দেবনাথ, মাহফুজা চৌধুরী, মিথিলা সূত্রধর তুলি। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, পবিত্র গীতা থেকে শ্লোক পাঠ, সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন ও ইন্টার‌্যাক্ট পারপাস পাঠ করা হয়।
উল্লেখ্য, গোটাবিশ্ব জুড়ে বিস্তৃৃত রোটারী ইন্টারন্যাশনালের এই সংগঠনটির সাড়ে ৩ লাখ সদস্য রয়েছে।