Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লাখাইয়ে ৮ গ্রামবাসীর সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত ॥ আহত ৭০

স্টাফ রিপোর্টার ॥ ঈদের পরদিন লাখাইয়ে ৮ গ্রামবাসীর সংঘর্ষে চাচা-ভাতিজাসহ ২ জন নিহত ও অন্তত অর্ধশতাধিক আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে কয়েকটি বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটে। সংঘর্ষ নিয়ন্ত্রনে আনতে ৪১ রাউন্ড রাবার বুলেট ও ৩রাউন্ড কাদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। ওই দিন সকাল ১০টার দিকে সংঘর্ষের ঘটনাটি ঘটে। নিহতরা হলেন-সিংহগ্রামের কদম আলী (৬০) ও তার ভাতিজা ছায়েদ আলীর ছেলে বকুল মিয়া (৩৫)। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঈদের আগের দিন শুক্রবার বিকেল ৫টার দিকে তেঘরিয়া গ্রামের মলাই মিয়ার ছেলে জাকির মিয়া স্থানীয় বুল্লা বাজারে সিংহ গ্রামের ফল ব্যবসায়ী শাহজাহান মিয়ার দোকানে আম ক্রয় করার জন্য যায়। এ সময় শাহজাহান মিয়ার সাথে দরকষাকষি নিয়ে জাকিরের কথাকাটি হয়। এক পর্যায়ে জাকির মিয়া উত্তেজিত হয়ে শাহজাহানকে থাপ্পড় মারে। এ ঘটনায় তেঘরিয়া ও সিংহগ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বেশ কয়েকজন আহত হয়। পরে অনেক চেষ্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরবর্তিতে লাখাই উপজেলার চেয়ারম্যান, পুলিশ প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি সালিশে নিষ্পত্তির জন্য চেষ্টা করলেও তেঘরিয়া গ্রামের লোকজন সালিশের তারিখ পরে দিবেন বলে তাদেরকে জানান। এর জের ধরে পরদিন রবিবার সকাল ১০ টায় পূর্ব প্রস্তুতি নিয়ে পার্শ্ববর্তী পশ্চিম বুল্লা, শুমেস্বর, মৌবাড়ি ও মশাদিয়া গ্রামের লোক জনকে নিয়ে তেঘরিয়া গ্রামবাসী সিংহগ্রামবাসীর উপর অতর্র্কিত হামলা চালায়। এ সময় উভয় পক্ষ ভয়াবহ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে সিংহগ্রামের কদম আলী (৫০) ও বকুল মিয়া (৩৫) মারা যান। এ ছাড়া ৭০ জন আহত হয়। প্রায় ৩ ঘন্টা স্থায়ী সংঘর্ষে সিংহগ্রামের শায়কুল মিয়া ও তাহির মিয়ার ঘরসহ আরো বেশ কয়েকটি বাড়ী ঘরে ভাংচুর, ধান, চাউল, ও স্বর্ণালংকার, গরু, ছাগল ও নগদ টাকা লুটপাট হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ৪১ রাউন্ড রাবার বুলেট ও ৩টি টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এ ঘটনায় সিলেট রেঞ্জের ডি.আই.জি মিজানুর রহমান, জেলা প্রাশাসক সাবিনা আলম, এস.পি জয়দেব কুমার ভদ্র ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতদের দাফন কার্য সম্পন্ন করার জন্য উপজেলা পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ নিহতদের দু’স্ত্রীকে ২০ হাজার টাকা প্রদান করেন। বুল্লা বাজারে অতিরিক্তি পুলিশ ক্যাম্প স্থাপনের পাশাপাশি দু’প্লাটুন বি.জি.বি মোতায়েন করা হয়।
এদিকে এ ঘটনায় গতকাল মঙ্গলবার সকালে কামরুল নামে তেঘরিয়া গ্রামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলি