Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে রথযাত্রা পালিত

স্টাফ রিপোর্টার ॥ উৎসবমুখর ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে হবিগঞ্জে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উদযাপিত হয়েছে। প্রতিবছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ উৎসব শুরু হয়। শেষ হবে ২৬ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে। হবিগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) রথযাত্রা উপলক্ষে ৯ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। শনিবার ভোরে মঙ্গল আরতী, শ্রীমদ্ভগবত পাঠ ও ভজন কীর্তন, দুপুরে ভোগ আরতী, কীর্তন ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। এর পর অনুষ্ঠিত হয় ধর্ম সভা এতে সভাপতিত্ব করেন মন্দিরের অধ্যক্ষ শ্রীউদয় গৌর দাস ব্রহ্মচারী ও পরিচালনা করেন প্রমথ সরকার। সভার শুরুতে গীতাপাঠ করেন হরিভক্ত চৈতন্য দাস ব্রহ্মচারী, স্বাগত বক্তব্য রাখেন, অসীম কুমার দেব। অন্যান্যর মাঝে বক্তব্য রাখেন, এডঃ মনমোহন দেবনাথ, এডঃ নীলাদ্রি শেখর পুরকায়স্থ টিটু।
বেলা ৩টায় হবিগঞ্জে ইসকন, শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরসহ বিভিন্ন মন্দির থেকে বের হয়ে রথযাত্রা। রথটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হবিগঞ্জে ইসকন মন্দিরে গিয়ে শেষ হয়। রথযাত্রায় প্রায় ২০ হাজার ভক্ত অংশগ্রহণ করেন।
রথযাত্রায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অশোক মাধব রায়, জেলা প্রশাসক সাবিনা আলম, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দিলীপ কুমার বণিক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সম্পাদক এডঃ স্বরাজ রঞ্জন বিশ্বাস প্রমুখ।
এদিকে, হবিগঞ্জের নবীগঞ্জে রথযাত্রা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গোবিন্দ জিউড় আখড়া পরিচালনা কমিটির সভাপতি সুবিনয় করের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নারায়ন রায়ের পরিচালনায় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন এমপি এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর চৌধুরী, নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র ছাবির আহমদ চৌধুরী প্রমুখ।