Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সাবেক এমপি সুজাত মিয়ার মাতার ইন্তেকাল

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-১ আসনের সাবেক এমপি, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব শেখ সুজাত মিয়ার মাতা আলহাজ্ব আমিনা বিবি আর নেই (ইন্নালিল্লাহি ……. রাজিউন)। তিনি গত বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে হবিগঞ্জ রোডস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ৫ ছেলে ও ২ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার মৃত্যুর খবর পেয়ে লন্ডনে অবস্থানরত তার বড় ছেলে সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়াসহ পরিবারের অপর সদস্যগণ লন্ডন থেকে দেশের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। শুক্রবার সকাল ১০ টায় ঢাকা বিমান বন্দরে পৌছার কথা রয়েছে। আগামীকাল শনিবার সকাল সাড়ে ১১ টায় মরহুমার জানাযার নামাজ পৌর এলাকার চরগাঁও শাহী ঈদগাহ ময়দানে অনুষ্টিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।