Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের কুতুব উদ্দিন ও মতিউর রহমান রাহিয়াকে জেল হাজতে প্রেরণ

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের বড় ভাকৈর গ্রামের ডাকাতি ও খুনের মামলার আসামী কুতুব উদ্দিন ও একই গ্রামের মতিউর রহমান রাহিয়াকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত। গত মঙ্গলবার ওই দুই আসামী হাজিরা দিতে আসলে আদালত তাদের জামিন না-মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।
মামলার বিবরণে প্রকাশ, গত ৩ জুলাই রাতে কুতুব উদ্দিন ও মতিউর রহমানসহ একদল দুর্বৃত্ত বড় ভাকৈর গ্রামের ব্যবসায়ী একে আজাদ চৌধুরীর উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। আজাদ চৌধুরী বাড়ির পাশে একটি দোকানে ফেক্সিলোডের জন্য বড় ভাকৈর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কাছে গেলে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটনায়।
উল্লেখ্য, কুতুব উদ্দিন ও মতিউর রহমান রাহিয়ার সাথে ব্যবসায়ী আজাদ চৌধুরীর পূর্ব বিরোধ ছিল। পূর্ব থেকে ওৎ পেতে থাকা কুতুব উদ্দিন ও মতিউর রহমান রাহিয়ার লোকজন আজাদ চৌধুরীর উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে আজাদ চৌধুরীর দুই হাত ও দুই পা ভেঙ্গে যায়। পরে আজাদ চৌধুরীর শোর চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে আজাদ চৌধুরীকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় ৬ জুলাই একে আজাদ চৌধুরীর ছোট ভাই মহিবুর রহমান চৌধুরী বাদি হয়ে ১১ জনকে আসামী করে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় কুতুব উদ্দিন ও মতিউর রহমান রাহিয়া আদালতে জামিন প্রার্থনা করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।