Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শ্রীমতপুর মাদানিয়া মাদ্রাসায় শিশু শিক্ষা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার শ্রীমতপুর মাদানিয়া মাদ্রাসা এতিমখানা কমপ্লেক্সে পবিত্র রমজান মাসব্যাপী ক্বেরাত প্রশিক্ষণ শেষে শিশু শিক্ষা প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সভাপতি এড. সুলতান মাহমুদের সভাপতিত্বে ও মুফতি কাওছার আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন মুসলিম সমাজ কল্যাণ সংস্থা বাংলাদেশের বানিয়াচং উপজেলা সভাপতি ও হলদারপুর মাদানিয়া মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওঃ আব্দুস শহীদ। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রভাষক মোহাম্মদ আলাউর রহমান। মাদ্রাসার পরিচালক মাস্টার শফিকুর রহমান চৌধুরী এতে স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাওঃ নজরুল ইসলাম, মাওঃ জামাল উদ্দিন, মাওঃ লুৎফর রহমান, মাওঃ রশিদ আহমদ খান প্রমুখ।
উপস্থিত ছিলেন, মাওঃ আল-আমিন, মাওঃ মসিউর রহমান, হাজী ইলিয়াছ আহমদ, মাওঃ কামাল উদ্দিন, হাফেজ সেলিম আহমদ, সামছু মিয়া, মাসুক মিয়া, আজিজুর রহমান, মিজানুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আধুনিক এবং ধর্মীয় শিক্ষার সমন্বয়ের মাধ্যমে ছাত্র-ছাত্রীদেরকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ধর্মীয় শিক্ষা ছাড়া ধার্মিক হওয়া যায় না। তাই ধর্মীয় শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। অনুষ্ঠানে ১৫০ জন ছাত্র-ছাত্রীকে পুরস্কৃত করা হয় এবং ২১ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ঈদের পোশাক বিতরণ করা হয়। উল্লেখ্য, মুসলিম সমাজ কল্যাণ সংস্থা বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বর্তমানে আমেরিকা প্রবাসী মাওঃ আব্দুল কাইয়ুম জালালাবাদী এবং সেখানে বসবাসরত প্রবাসী দানশীল ব্যক্তিবর্গের আর্থিক সহযোগিতায় উল্লেখিত ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ ও ঈদের পোশাক প্রদান করা হয়।