Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে “চৌদ্দগ্রাম রহমানিয়া কল্যাণ ট্রাস্ট” এর বস্ত্র বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি ॥ পবিত্র শবেকদর ও ঈদুল ফিতরকে সামনে রেখে বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের ঘাটুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় আঙিনায় স্থানীয় “চৌদ্দগ্রাম রহমানিয়া কল্যাণ ট্রাস্ট” এর পক্ষ থেকে গত মঙ্গলবার এলাকার দুস্থ, দরিদ্র ও অসহায়দের মধ্যে ২০৬ খানা শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় মুরুব্বী আলহাজ্ব মৌলুদ হোসেন। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আলহাজ্ব আব্দুল মোনায়েম। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মাওঃ আঃ রহমান, চনু মিয়া, মাওঃ ছনওয়ার মিয়া, আলহাজ্ব খলিল আহমেদ, আরব আলী, আপ্তাব উল্লাহ, মখছুদ মিয়া চৌধুরী প্রমুখ। বক্তাগণ বলেন যে, ২০১৩ সনে প্রতিষ্ঠিত এ সংগঠনটি প্রত্যেক রমজানে খাদ্য বিতরণ, ঈদুল ফিতরে বস্ত্র বিতরণ এবং শীতকালে শীতবস্ত্র বিতরণসহ এলাকার আরও অনেক কল্যাণমুলক কাজ করে থাকে। আগামীতে এলাকার দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদানের পরিকল্পনাও তাদের আছে। সংগঠনের সভাপতি মোনায়েম জানান যে, চলতি রমজানের শুরুতে তারা এলাকার ১০৫ জন দরিদ্রের প্রত্যেককে একমাসের খাদ্যসামগ্রী বিতরণ বাবত সর্বমোট প্রায় এক লাখ বিশ হাজার টাকার ব্যয় করেন। আর এই বস্ত্র বিতরণে ৭৭ হাজার টাকা ব্যয় করা হয়েছে। তিনি আরও বলেন যে, বিগত শীতে তারা শীতবস্ত্র হিসাবে প্রায় দেড় লাখ টাকার কভার সহ লেপ বিতরণ করেছেন। তিনি উল্লেখ করেন যে, ¯’ানীয় আমীরপুর নিবাসী এবং যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আতাউর রহমান দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণের জন্য সেখানে ২৪ জন আজীবন দাতা সদস্য নির্ধারণ করেছেন যাদের মধ্যে ভারত ও ইরানের নাগরিক এবং সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও দিনাজপুরের অধিবাসীও আছেন। তাঁদের আর্থিক অনুদানেই অত্র সংগঠনের যাবতীয় কার্যক্রম পরিচালিত হয়। তিনি আরও বলেন যে, তাঁদের সহায়তা কার্যক্রমের পরিধি ভবিষ্যতে আরও সম্প্রসারিত করা হবে এবং সেজন্য তিনি সকলের সাহায্য ও সহযোগিতা চেয়েছেন।