Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে প্রচন্ড গরমে হাত পাখার কদর

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ বাতাস সৃষ্টির প্রাচীন প্রযুক্তির কাপড় ও বেতের তৈরী হাত পাখা বিক্রি করতে ব্যস্ত সময় পার করছেন মৌসুমী ব্যবসায়ীরা। গ্রীষ্মের উষ্ণতার  বার্তা আসতে না আসতেই হাত পাখার কদর বেড়েছে পথচারীসহ সকল শ্রেণী-পেশার মানুষজনের মধ্যে। নবীগঞ্জের ফুটপাতে বসে ও রাস্তায় রাস্তায় ঘুরে পাখা বিক্রি করছেন বিক্রেতারা।
তথ্য প্রযুক্তির সময়ে বৈদ্যুতিক পাখা ব্যবহার করছেন কমবেশী সকলই। কিন্তু বিদ্যুতের বেলকি বাজিতে ও ঘনঘন লোড শেডিংয়ে অতিষ্ট হয়ে লোকজন উষ্ণতার অসহনীয় গরমে কষ্ট কিছুটা লাঘবের আশায় কাপড় ও বাঁশ-বেতের তৈরী হাত পাখা সংগ্রহ করছেন ।
বিভিন্ন শহর থেকে আসা নবীগঞ্জ শহরে হাত পাখা বিক্রেতারা জানান, গরম আসলে হাত পাখা’র চাহিদা বেড়ে যায় বিক্রিও ভাল  হয়। তিনি বলেন প্রতিটি পাখার খুচরা মূল্য ৪০ থেকে ৫০টাকায় বিক্রি করি। এনিয়েই চলে তাদের সংসার। প্রতিদিন মোটামুটি ভাল আয় হয়। কেউ নিজে তৈরী করেন আবার কেউ কেউ কারিগরদের কাছ থেকে খুচরা মুল্যে খরিদ করে গরমে মৌসুমে ওই হাত পাখা নিয়ে বিভিন্ন শহরে বিক্রি করে আসছেন।