Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে কয়েক কোটি টাকার সরকারী পুকুর গ্রাস হচ্ছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত কয়েক কোটি টাকা মূল্যের একটি সরকারী পুকুরকে ক্রমান্বয়ে গ্রাস করা হচ্ছে। কচুরিপানা ও ময়লায় পুুকরটি পুরোপুরি ভরে গেছে। পুকুরের চারপাশে বসবাসকারীরা দোকান, ঘর বাড়ি ও শক্তিশালী ইমারত নির্মাণ করে পুকুরের জায়গা নিজেদের দখলে নিয়ে গেছে। সাবেক সমাজ কল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ পুকুরটি উদ্ধারের উদ্যোগ নিলেও শেষ অবধি তা হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বহু বছর আগে সরকার এই জমি ক্রয় করে পুকুর খনন করে মাধবপুর বাজারের নিচু এলাকা ভরাট করে। কিন্তু সরকারের নজরদারী না থাকায় দীর্ঘদিন ধরে পুকুরের চারপাশে বসবাসকারীরা দোকান ঘর বাড়ি নির্মাণ করেছে। এছাড়া বিভিন্ন ময়লা আবর্জনা ফেলে পুকুরটি ভরাট করায় পরিবেশ দূষিত হচ্ছে। ময়লা আবর্জনা দুর্গন্ধে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষদের। মাধবপুর বাজারের ব্যবসায়ী মনুজ পাল জানান, পুকুরটি দখলবাজদের কবল থেকে উদ্ধার করে সংস্কার করার জন্য স্থানীয় সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলীর নিকট দাবি জানানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, সরকারী পুকুরটি উদ্ধার করে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।