Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে দূর্যোগ বিপদাপন্নতা যাচাই ও প্রস্তুতি পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলা দূর্যোগ বিপদাপন্নতা যাচাই ও প্রস্তুতি পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় বানিয়াচং উপজলো পরিষদ মিলনায়তনে অনুষ্টিত দিন ব্যাপী কর্মশালায় সভাপতিত্ব্ করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মুনীর উদ্দীন। কর্মশালার বিভিন্ন সেশনে বক্তৃতা করেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা ইকবাল আজাদ, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন, পশু সম্পদ কর্মকর্তা ডা: আবুল কাসেম, ব্র্যাক উপজেলা সমন্বয়কারী মহসীন উদ্দিন, এনজিও আশার ব্যবস্থাপক গোপাল দেব, ইউসিসিএ চেয়ারম্যান ইমরান মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছফি উল্লা সরকার, ইউআরডিও ইকবাল হোসেন, প্রকৌশলী যীশু কুমার রায়, ব্র্যাক সেক্টর স্পেশালিষ্ট এ.এইচ.এম মিজানুর রহমান, ব্র্যাক ব্যাংক অফিসার শেখ মোঃ ফরহাদ উদ্দিন, সিসিডিএ অফিসার সমীর চন্দ্র সাহা, উপজেলা এলসিবিসিই অফিসার দেবাশীষ চৌধুরী প্রমুখ। কর্মশালায় দূর্যোগ মোকাবেলা ও ঝুকি হ্রাসে ১০টি উপ-কমিটি গঠন করা হয়।