Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শবে কদর পেতে ইতিকাফ এর গুরুত্ব অপরিসীম

পবিত্র হাদীস শরীফে রাসুল (সাঃ) বলেন, যে ব্যক্তি পবিত্র রমদ্বান শরীফের শেষ দশ দিন ইতিকাফ করবে মহান আল্লাহ পাক তাকে দুটি হজ্ব ও দুটি ওমরাহ করার সমান ছওয়াব দান করবেন। ইতিকাফকারীকে আল্লাহ পাক তার পিছনের গুনাহ মাফ করে দিবেন। যে ব্যক্তি একদিন ইতিকাফ করবে আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে তিন খন্দক দূরে রাখবেন। প্রতি খন্দকের দূরত্ব পাঁচশত বছরের রাস্তা। কখন থেকে শুরু
২০ রমদ্বান বাদ আছর হইতে শাওয়াল মাসের চাঁদ দেখা পর্যন্ত ইতিকাফ করলে সুন্নাতে মুয়াক্কাদাহ কিফায়া ইতিকাফ আদায় হবে। শরীয়ত সম্মত কারণ ব্যতিত দুনিয়াবী যাবতীয় কার্যকলাপ ও পরিবার পরিজন হতে ভিন্ন হয়ে আলাদা ভাবে পুরুষের জন্য জামে মসজিদ ও মহিলাদের জন্য ঘরে ইবাদত কার্যে মশগুল থাকাকে পবিত্র ইতিকাফ বলে।
ইতিকাফ তিন প্রকার
১, ওয়াজিব। ২, সুন্নাতে সুন্নাতে মুয়াক্কাদাহ। ৩, নফল। রমদ্বান শরীফে শেষ দশ দিন ইতিকাফ করাকে সুন্নাতে মুয়াক্কাদায়ে কেফায়া বলে। এলাকার পক্ষ থেকে কমপক্ষে একজন বসতে হবে। যেখানে ইতিকাফ করছেন, যদি সে মসজিদে জুম্মার নামায না হয়, তবে জামে মসজিদে যেয়ে নামায আদায় করা। তারা তারি চলে আসা। যারা ইতিকাফে বসতে পারেন না, তাদেরও বিশেষ সুযোগ হলো সমস্ত বিজোর রাত্রিতে মসজিদে অবস্থান করা, ফজরের নামায পড়ে চলে যাওয়া।
লেখক
আলহাজ্ব মুফতী মোহাম্মদ আব্দুল মজিদ
খতিব-হবিগঞ্জ কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদ।
০১৭১১-৮৫১৪০৬