Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস পালিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০১৩ উদযাপন উপলক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীষর্ক কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে ৫টি ক্যাটাগরিতে পাচঁ জয়িতাকে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনের জন্য/ শিা ও চাকুরীর েেত্র সাফল্য অর্জনের জন্য/ সফল জননী হিসাবে সাফল্য অর্জনের জন্য/নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন পরিচালনার জন্য/সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য শ্রেষ্ট সম্মাননা, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। সকাল ১১ টায় নবীগঞ্জ উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ লুৎফর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াসমিন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মাহমুদুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যন এড, জাবেদ আলী, কৃষি কর্মকর্তা দুলাল উদ্দিন, সমবায় কর্মকর্তা হাসনা হেনা। অনুষ্ঠানে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনের জন্য জরিনা বেগম, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য হাসনা বেগম, সফল জননী ঝরনা রানী দাশ, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করার জন্য সীমা রানী দাশ, জেলা ও উপজেলা পর্যায়ে সমাজ উন্নয়নের অসামান্য অবদান রাখার জন্য মোছাঃ মরিয়ম বেগমকে পুর®কৃত করা হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ইউপি সচিব আব্দুল আহাদ এবং গীতা পাঠ করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুবোধ চন্দ্র সূত্রধর।