Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে ফেন্সিডিলসহ আটক ২ মহিলাকে ৩ মাসের কারাদন্ড

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরের চৌমুহনী বাজার থেকে ৮৫ বোতল ফেন্সিডিল শরীরে ফিটিং অবস্থায় ২ নারী মাদক পাচারকারী ও সিএনজি ড্রাইভারসহ ৩ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাজ্জাদ হোসেন জানান, বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে গোপন সুত্রে খবর পেয়ে ধর্মঘর কোম্পানি সদরের কমান্ডার সুবেদার আবু হানিফের নেতৃত্বে একদল বিজিবি সদস্য ওই স্থানে একটি সিএনজিতে তল্লাশি চালায়। এসময় তারা কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কমলপুর গ্রামের আবুল কাশেমের স্ত্রী মনোয়ার বেগম (৩০), নরসিংদি জেলার রায়পুর উপজেলার পূর্ব হরিপুর গ্রামের মনির হোসেনের স্ত্রী হোছনে আরা বেগম (৩০) এবং সিএনজির চালক মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের মেহেরগাওঁ গ্রামের লাল মিয়ার পুত্র আলমগীর হোসেন (৩০) কে ৮৫ বোতল ভারতীয় ফেন্সিডিল নগদ ৩ হাজার ৯০ টাকা, ২টি মোবাইল ফোনসহ আটক করেন। পরে বিকালে ফেন্সিডিলসহ আটক ৩ জনকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামের কার্যালয়ে হাজির করলে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটক মনোয়ারা বেগম, হোছনে আরা বেগম ও আলমগীর হোসেনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।