Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সাতছড়িতে গাছ চোরের বিরুদ্ধে মানববন্ধন

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ গাছচোরের বিরুদ্ধে সাতছড়ি জাতীয় উদ্যানে পিপলস্ ফোরামের সদস্যরা মানববন্ধন করেছে। গতকাল বৃহস্পতিবার বিকালে সাতছড়ি জাতীয় উদ্যানে পিপলস্ ফোরামের সভাপতি শফিকুল ইসলাম আবুলের সভাপতিত্বে এক সভা অনুষ্টিত হয়। এতে সিএমসির সহ-সভাপতি  আবুল কালাম আজাদ, তেলমাছড়া বিট কর্মকর্তা মো: জোলহাস উদ্দিন, ক্রেল প্রকল্পের কর্মকর্তা অর্জুন চন্দ্র দাশ, আবু হানিফা মেহেদী, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ বক্তব্য রাখেন। সভা শেষে পিপলস্ ফোরামের সদস্য রসুলপুর গ্রামের হাফেজ মোঃ আয়াত উল্লাহ’র উপর গাছচোরের হামলার প্রতিবাদে চুনারুঘাটে সাতছড়ি এলাকায় মানববন্ধন করেন। পিপলস ফোরামের সভাপতি শফিকুল ইসলাম আবুল জানান, সাতছড়ি জাতীয় উদ্যানের তেলমাছড়া বিট থেকে সম্প্রতি ইউক্যালিপ্টাস গাছ কেটে নিয়ে যাবার সময় চুনারুঘাট বনবিভাগের বিশেষ টহল বাহিনী গাছ সহ গাড়ি আটক করে। এ সময় গাছ চোরেরা টহল বাহিনীর সামনেই আয়াৎ উল্লাহকে বন বিভাগের লোকদের সহযোগিতা করার কারনে বেদম প্রহার করে। গুরুতর আহত অবস্থায় তাকে মাধবপুর হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে মাধবপুর থানায় মামলাও হয়েছে। তবে আজও গাছচোরেরা আটক হয়নি।