Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পবিত্র শবে কদরের রাত হাজার মাসের সেরা রাত

মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি এ কুরআন নাযিল করেছি লাইলাতুল কদরে। তুমি কি জান শবে কদর কি? কদরের রাত্রি হাজার মাসের চেয়েও উত্তম। সেই রাত্রে, ফেরেশতাগণ এবং রুহ তাদের রব এর অনুমতিক্রমে সকল প্রকারের কল্যাণ নিয়ে অবতরণ করে থাকেন। সেই রাত্রিটি ফজর পর্যন্ত কেবল শান্তিই শান্তি। হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসুল (সাঃ) রমজানের শেষ দশ দিনে ইতিকাফ করতেন এবং বলতেন, রমজানের শেষ দশ রাতে শবে কদরের তালাশ কর। রমজানের শেষ ১০ দিন শুরু হলে রাসুল (সাঃ) সারা রাত জাগতেন। নিজের পরিবারবর্গকেও জাগাতেন এবং খুব বেশি সাধনা ও পরিশ্রম করতেন। শবে কদর যে কোন বেজোর রাত্রিতে হবে। নবীজীর জলিল কদর সাহাবী হযরত ওবাই ইবনে কার্ব (রাঃ) কদরের রাত সম্পর্কে বলেন, আল্লাহ শপথ, কদরের রাত সম্পর্কে আমি খুব ভাল করেই জানি। শুরা বলেন, আমার জানা মতে তা হচ্ছে, সেই রাত যে রাতে জেগে ইবাদত করার জন্য রাসুল করীম (সাঃ) আমাদের নির্দেশ দিয়েছেন। তা হচ্ছে রমজানের ২৭তম রজনী। যে রাত্রে এবাদরে জন্য রাসুল (সাঃ) আমাদেরকে নির্দেশ দিয়েছেন। হযরত আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, নবী করীম (সাঃ) বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াব হাসিলের উদ্দেশ্যে কদরের রাতে কিয়াম করে তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। আসমানের যত তারা আছে তার চেয়েও বেশি ফেরেস্তা নাযিল হন। এসব ফেরেশতা যারা সিদরাতুল মুনজাহায় থাকেন তারা জিবরাঈলের সাথে সুর্য অস্ত যাওয়ার পর থেকে নামতে থাকেন। জমিনে এম কোন জায়গা বাকি নাই যে সেখানে কোন না কোন ফেরেশতা থাকেন না। তারা সেজদায় থাকেন নতুবা দাড়িয়ে থাকেন এবং মুমিন পুরুষের ও মুমিন নারীদের জন্য দোয়া করতে থাকেন। রমদ্বানের শেষ বেজোর রাত্রিতে যারা এতেকাফ করতে পারবেন না তা আসরের পর থেকে সারা রাত্রির নিয়াত করে এতেকাফ করতে পারবেন। আমরা ধন্য হব সে দিন যে রাত্রি আসতেছে পবিত্র শবে কদর।
লেখক
খতিব-হবিগঞ্জ কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদ।
০১৭১১-৮৫১৪০৬