Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে ‘‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার কার্যক্রম জোরদারকরণ’’ কর্মশালা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নেতৃত্বে ব্র্যাক সামজিক ক্ষমতায়ন কর্মসূচির বাস্তবায়নে, রিপাবলিক অব কোরিয়ার অর্থায়নে এবং ইউ.এন.ডি.পি এর আর্থিক, কারিগরী ও সার্বিক সহযোগিতায়, ‘‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার কার্যক্রম জোরদারকরণ’’ প্রকল্প শীর্ষক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বাতেন খাঁন, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এটিএম সালাম। মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াসমিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্টানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরওয়ার শিকদার, সাবেক সাধারণ সম্পাদক এম এ আহমদ আজাদ, ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান, আনোয়ারুর রহমান, দিলাওর হোসেন, হাজী আব্দুল মুক্তাদির, মোঃ ছাইম উদ্দিন, সৈয়দ খালেদুর রহমান খালেদ, আব্দুল বাতেন, এডভোকেট মাসুম আহমেদ জাবেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার সাদেক হোসেন, মৎস্য অফিসার রাশেদুুজ্জামান খাঁন, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, সমবায় অফিসার হাসনা হেনা, সাংবাদিক মতিউর রহমান মুন্না প্রমুখ।