Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আল্লাহ ওয়ালাগণের সুহবতে আমলের পূর্ণতা লাভ

মহান আল্লাহ তা’আলা বলেন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করার মত কর। আর সত্যবাদীদের সাথী হও। অন্যান্য জায়গায় আল্লাহ তা’আলা এরশাদ করেন, তোমরা প্রশ্নকারীর কাছ থেকে প্রশ্ন করে যেনে নাও। আর শিক্ষা অর্জন করা হচ্ছে ফরয। অবশ্যই ইহা অর্জন করতে হবে। আমলের সজীবতা ও পূর্ণতা লাভ করিতে হইলে সু-সাধারণা ও মহব্বতের সহিত খাটি নিয়াতে আল্লাহর ওলীদের সুহবত বা সাহচর্য নিতান্তই আবশ্যক। কিতাবাদি অধ্যয়নে হৃদয়ের গতির পরিবর্তণ, মনের উন্নত অবস্থা সৃজন এবং বিশেষত ধর্ম-কর্মে অবিচলতা অর্জন যদিও বিবেক অনুযায়ী অসম্ভব বলা চলে না তবুও এখন দৃষ্টান্ত পৃথিবীতে অতি বিরল। আল্লাহ ওয়ালাগণের সাহচর্য ব্যতীত তুমি আল্লাহ তা’আলার প্রিয় পাত্র হওয়ার আশা করিও না। উৎকর্ম তুমি তখনই লাভ করিবে যখন তুমি আল্লাহ ওয়ালাগণের সাহচর্য লাভ করিয়া থাক। অন্তরের দিকে পরিবর্তন স্বীয় আন্তরীণ অংশের সংশোধন এবং আল্লাহ তা’আলার সহিত সমৃদ্ধ স্থাপনের সাধারণ ও স্বাভাবিক তরীকাই হইল আল্লাহ ওয়ালাগণের সহিত। সকল মুমিন আল্লাহ রাব্বুল আলামীনের ওলী এবং তাদের মধ্যে আল্লাহর নিকট সব চেয়ে বেশী সম্মানিত সেই ব্যক্তি যে তার অধিক অনুগত এবং কুরআনের বেশী অনুসারী। হাকীকতে নামায হাসীলের জন্য একজন বুজুর্গ নেক্কার বান্দার সাহচর্যে যাওয়া মানব জীবনে অতীব জরুরী।
লেখক
খতিব-হবিগঞ্জ কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদ।
০১৭১১-৮৫১৪০৬