Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে ভেজাল বিরোধী অভিযান বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার মনতলা ও চৌমুহনী বাজারে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে ৫টি দোকানে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা শাখার সহকারী পরিচালক মোঃ আল আমিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার মনতলা বাজারের মহাদেব মিষ্টান্ন ভান্ডারকে নিম্ন মানের সামগ্রী দিয়ে মিষ্টি তৈরী ও বাসি মিষ্টি বিক্রি করার দায়ে ২ হাজার টাকা, মেসার্স জাহানারা ফার্মেসীকে মেয়াদোর্ত্তীন ঔষধ বিক্রি করায় ৫শ টাকা, নিম্নমানের মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করার দায়ে মেসার্স শংকর ষ্টোরকে ৫শ টাকা, জালালাবাদ ষ্টোর মেয়াদোত্তীর্ণ ভেজাল খাদ্য বিক্রির দায়ে ১ হাজার ৫শ টাকা এবং চৌমুহনী বাজারে মেসার্স নার্গিস ষ্টোরকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ২ হাজার টাকা সহ ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করেন। ভেজাল বিরোধী অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আক্তার, উপজেলা উপকৃষি সম্প্রসারণ অফিসার ঋষি কেশ ভট্রাচার্য্য ও থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুজ্জামান প্রমুখ। তবে অভিযানের খবর আগেই ব্যবসায়ীদের কানে পৌছে যাওয়ায় অধিকাংশ দোকান তালা দিয়ে ব্যবসায়ীরা সটকে পড়ে।