Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জাতিকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে হলে শিক্ষাকে গুরুত্ব দিতে হবে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ নবাগত জেলা প্রশাসক সাবিনা আলম বলেছেন-আপনারা প্রত্যেকেই সচেতন, প্রত্যেকেই অনেক জ্ঞাণী গুনীজন, আপনাদের কর্ম অভিজ্ঞতা এবং জানার পরিধি  অনেক বেশী, এখান থেকে বানিয়াচংয়ের অনেক কৃতি সন্তান জন্ম নিয়েছেন যারা নিজ কর্মগুনে বাংলাদেশ তথা বিশ্ব দরবারে পরিচিতি লাভ করেছেন তাদের নামের সাথে আপনাদের নামও একদিন সন্নিবেশ হবে এটা আমি বিশ্বাস করি। সকলের সম্মিলিত প্রচেষ্টা থাকলে অবশ্যই বানিয়াচংয়ের উন্নয়ন করা সম্ভব। তিনি বলেন, বানিয়াচংয়ের শিক্ষার হার অনেক কম, এটা খুবই উদ্বেগজনক। কোন জাতিকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে হলে অবশ্যই শিক্ষার দিকে গুরুত্ব দিতে হবে। তিনি আরো বলেন, আমি আশা করি বানিয়াচংয়ের এ শিক্ষার হারকে সন্তোষজনক অবস্থায় নিয়ে যেতে সবাই আন্তরিকভাবে কাজ করে যাবেন। আমি আপনাদের এখানে এসেছি আপনাদের সেবা করতে, আমার সহযোগীতার হাত সব সময়ই আপনাদের জন্য উন্মুক্ত থাকবে, আমি দেখতে চাই হবিগঞ্জ জেলার উন্নয়নের ক্ষেত্রে আপনারা এ সুযোগ কতটুকু কাজে লাগাতে পারেন। গতকাল মঙ্গলবার উপজেলা পর্যায়ের সকল বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নবাগত জেলা প্রশাসক সাবিনা আলম একথাগুলো বলেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল আলম এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল হারুন’র সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ এর চেয়ারম্যান শেখ বশীর আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুল খালেক, টিএইচও ডাঃ দেবপদ রায়, জেলা ইউপি সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, প্রেসক্লাব সভাপতি হাফেজ সিদ্দিক আহমেদ, সাধারণ সম্পাদক তোফায়েল রেজা সোহেল, ১০ নং সুবিদপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিপূল ভূষন রায়, জনাব আলী ডিগ্রী কলেজ এর অধ্যক্ষ সাফিউজ্জামান, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আতাউর রহমান, এল আর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, নাগুড়াফার্ম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিতেন্দ্র সূত্রধর, বিএসডি মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোবাশ্বির আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল, সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওয়ারিশ উদ্দিন খান প্রমুখ। জেলা প্রশাসক সাবিনা আলম বানিয়াচংয়ের চিহিৃত সমস্যাগুরো দূরী করণে সবার সহযোগিতা নিয়ে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। গ্রাম্য দাঙ্গা সম্পর্কে তিনি বলেন, হবিগঞ্জের বিভিন্ন উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটছে, যা আমাকে খুবই মর্মাহত করে। এসব ছোট-খাট বিষয় নিয়ে যদি আমরা উত্তেজিত হয়ে এসব ঘটনা ঘটাই তাতে করে আমাদের ভবিষ্যত প্রজন্ম আমাদের কাছ থেকে কি শিখবে। এসব বিষয় থেকে বেরিয়ে এসে সমাজের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আরো বলেন, সমাজ ধ্বংসকারী মাদকের ভয়াল থাবা থেকে আমাদের সমাজকে রক্ষা করতে হবে। একজন মাদক সেবনকারী পরিবার তথা সমাজের জন্য খুবই ক্ষতিকর, আমাদের যুব সমাজকে সুন্দর সমাজ বিনির্মানে এগিয়ে আসতে হবে, যেখানেই মাদক সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে।