Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বিনা হিসেবে বেহেস্তে যাওয়ার আমল সমূহ

মুফতী এম এ মজিদ
বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) বলেন, ক্বিয়ামতের দিন লোকদেরকে একটি মাঠে একত্রিত করা হবে। অতঃ পর একজন ঘোষনা করবে, যাদের পার্শ্বদেশ সমূহ বিছানা থেকে বিচ্ছিন্ন থাকত অর্থাৎ রজনীতে আল্লাহর ইবাদত করত তারা কোথায় ? তারা সংখ্যায় খুব কম হবে। তারা বিনা হিসেবে জান্নাতে প্রবশে করবে। অতঃ পর সকল মানুষকে হিসেবের নির্দেশ দেওয়া হবে। প্রত্যেক দয়ালু, ধৈশশীল ব্যক্তি, বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করেন। এই রমদ্বান শরীফে শুধুনা খেয়ে উপবাস থাকাই শুধু রোযা নয়, প্রতিটি অঙ্গের রোযা রয়েছে। একজন রোযাদার তার মধ্যে অত্যাধিক দয়া, এবং ধৈযশীলতা বিধ্যমান থাকে। চোখ দিয়ে রোযা খারাপ জিনিস দেখে না, কানের রোযা খারাপ জিনিস শুনে না। মুখে দিয়ে রোযা অশ্লিল ভাষায় গালি না দেওয়া। মহান আল্লাহ তা’আলা বলেন, ধৈর্যশীল ও ছাওয়াব প্রত্যাশী ব্যক্তিদেরকে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবেন। সব সময় ভাল কাজের অধিক পরিমাণে সহযোগীতা করবেন। মন্দ কাজে সহযোগীতা করবেন না। কারণ রাসুল (সাঃ) বলেন, সৎ কাজের অগ্রগামী ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। কিয়ামতের দিন ঈমানের দিক থেকে ঐ ব্যক্তিই অধিক নিষ্ঠাবান হবে। সে দুনিয়াতে অধিক পরিমাণে নিজের হিসেব গ্রহণ করেছে। ক্বিয়ামতের দিন ঔ ব্যক্তিই  অধিক খুশি হবে। যে ব্যক্তি দুনিয়াতে অধিক চিন্তিত ছিল। কিয়ামতের দিন সে ব্যক্তিই অধিক হাসবে, যে দুনিয়াতে বেশী পরিমাণে কেদেছে। কিয়ামতে যারা নবীজীর শাফায়াত পাবে সে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। আসুন আমরা এই রোযাই অনুরূপ আমলে অগ্রগামী হই।
লেখক
আলহাজ্ব মুফতী মোহাম্মদ আব্দুল মজিদ
খতিব-হবিগঞ্জ কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদ।
০১৭১১-৮৫১৪০৬