Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাল্লা সীমান্তে সিমেন্ট ও শ্যালো মেশিন চোর আটক

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নের মোকামঘাট এলাকা থেকে চুরি হয়ে যাওয়া সিমেন্ট ও শ্যালো মেশিন চোরদের ১ জনকে গতকাল আটক করেছে জনতা। তার নাম সোহেল মিয়া (২২)। তার বাবার নাম আইয়ুব আলী। বাড়ী গোবরখলা গ্রামে। গত ৩ জুলাই চোরেরা মোকামঘাট এলাকায় সিসি ব্লক স্থাপনকারী ঠিকাদারের ১৫ বস্তা সিমেন্ট ও ১টি শ্যালো মেশিন চুরি করে নিয়ে যায়। জনতার হাতে আটক সোহেল জানায়, ওই দিন গাজীপুর (বড়বাড়ী) গ্রামের সিরাজ মিয়ার পুত্র শফিকের নেতৃত্বে আরো কয়েকজন মিলে শাহ গাজী (র) মাজার প্রাঙ্গণের একটি ঘরের টিনের বেড়া ভেঙ্গে ঠিকাদারের ১৫ বস্তা সিমেন্ট ও ১টি শ্যালো মেশিন চুরি করে নিয়ে যায়। তারাবির নামাজ শেষে পাহারাদার আব্দুল ছাত্তার এসে তা টের পেয়ে বিষয়টি এলাকাবাসীকে জানালে ওই রাতেই শফিক মিয়ার বাড়ীর পুকুর পাড়ের জঙ্গলে লুকিয়ে রাখা ১৫ বস্তা সিমেন্ট উদ্ধার করেন এলাকাবাসী। বিষয়টি ঠিকাদার কাইয়ুম এলাকাবাসীকে জানালে গতকাল আব্দৃল মালেক মাষ্টার, হুমায়ুন খান ও দেওয়ান রিপন সন্দেহভাজন চোর সোহেলকে আটক করে স্থানীয় ইউপি অফিসে নিয়ে আসেন। সোহেল চুরি কথা স্বীকার করে অন্যান্য চোরের নাম প্রকাশ করে। এ রিপোর্ট লিখা পর্যন্ত চোর সোহেল আব্দুল মালেক মাষ্টার ও দেওয়ান রিপনের হেফাজতে ছিলো।