Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নেপালে ভূমিকম্পে ক্ষতি গ্রস্তদের সাহায্যার্থে যুক্তরাজ্যের হবিগঞ্জবাসীর দুই লাখ টাকার অনুদান

লন্ডন প্রতিনিধি ॥ নেপালে সংঘটিত ভূমিকম্পে ক্ষতি গ্রস্তদের সাহায্যে হবিগঞ্জ সোসাইটি ইউ.কে সংগৃহীত দেড় হাজার পাউন্ড (দুই লাখ টাকা) এর চেক লন্ডনস্থ হবিগঞ্জের কমিউনিটি নেতৃবৃন্দ হবিগঞ্জ ডিস্ট্রীক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মুকিত চৌধুরী, আব্দুল মোমিন চৌধুরী বুলবুল ও এম এ আউয়াল প্রমূখ।
লন্ডনের নেপালের ভারপ্রাপ্ত রাষ্ট্র দূত তেজ বাহাদুর চেটরী এবং অতিরিক্ত রাষ্ট্রদূত সূরীয়া বাহাদুর থাপ্পার কাছে হস্তান্তর করেন। উক্ত আর্থিক অনুদান নেপালের প্রধানমন্ত্রীর রিলিফ ফান্ডে পেয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হবিগঞ্জ বাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। হবিগঞ্জ জেলা ওয়েফেয়ার নেতৃবৃন্দ নেপালের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ও অতিরিক্ত রাষ্ট্রদূতকে বিশেষ করে ঈদের পূর্বে ক্ষতিগ্রস্তদের কাছে সাহায্য পৌছে দেওয়ার জন্য অনুরোধ করেন।
নেপালী রাষ্ট্রদূত এবং এসোসিয়েশন নেতৃবৃন্দ বাংলাদেশ ও নেপালের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন এবং আন্ত:যোগাযোগ বৃদ্ধির  বিষয়ে কথা বলেন। উভয়েই ভূমিকম্প অঞ্চল বাংলাদেশ, নেপাল, ভারত ও ভূটানের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব এবং একে অপরের সাহায্যে সব সময় সহযোগীতা প্রদানের উপর গুরুত্ব আরোপ করেন ।