Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে জাল নোট চক্র সক্রিয় উদ্বেগ উৎকন্ঠায় ব্যবসায়ীরা

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ ভারতীয় সীমান্তবর্তী মাধবপুর উপজেলায় জাল টাকার চক্র সক্রিয় হয়ে উঠেছে। প্রত্যন্ত অঞ্চলের একটি গ্রামে জাল টাকার নেটওয়ার্ক গড়ে উঠেছে। মাধবপুর উপজেলা সদর সহ প্রতিটি হাট বাজারে ঈদকে সামনে রেখে জাল নোট আতংক ছড়িয়ে পড়েছে। হাট বাজারগুলোতে জাল নোট সনাক্ত করার মেশিন না থাকায় ব্যবাসায়ীদের মধ্যে উদ্বেগ উৎকন্ঠা দেখা দিয়েছে। ইতিমধ্যে জাল নোটসহ র‌্যাবের হাতে এক যুবক ধরা পড়ার পর উৎকণ্ঠা আরো বাড়ছে। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জাল টাকা চক্রের সদস্যদের পাকড়াও করতে মাঠে নেমেছে। ইতিমধ্যেই র‌্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা ৮১ হাজার টাকার জাল নোট সহ সোহেল মিয়া (৩০) নামে সংঘবদ্ধ চক্রের এক সদস্যকে আটক করেছে। ঈদকে সামনে রেখে এ চক্রের তৎপরতা শুরু হয়েছে। প্রায় প্রতিদিনই উপজেলা সদর সহ বিভিন্ন হাট বাজারে ১ হাজার এবং ৫শ টাকার জাল নোট কারো না কারো হাতে ধরা পড়ছে। জাল নোট চক্রের প্রতারণার শিকার হচ্ছেন গ্রাম অঞ্চলের সাধারণ মানুষ। বাংলাদেশ ব্যাংক প্রতি বছর ঈদ উপলক্ষে জনগণের চাহিদা বিবেচনা করে নতুন নোট বাজারে ছাড়ে। এ সুযোগকে কাজে লাগায় প্রতারক জাল নোট চক্র। জাল নোট এমনভাবে তৈরি করা হয় যা একেবারেই ঝকঝকা। বুঝার উপায় নেই কোনটি আসল আর কোনটি জাল নোট। আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র মতে উপজেলার বুল্লা ইউনিয়নের রামপুর গ্রামে একটি জাল নোট চক্রের নেটওয়ার্ক গড়ে উঠেছে। গত শুক্রবার রাতে র‌্যাবের হাতে ৮১ হাজার জাল টাকার নোট সহ আটক সোহেল ওই গ্রামেরই ছেলে। এর আগেও থানা ও ডিবি পুলিশের হাতে ওই গ্রামের কয়েকজন জাল টাকা সহ আটক হয়। জাল টাকা সংগ্রহ করে এ চক্রটি নিজস্ব এজেন্টের মাধ্যমে অভিনব কৌশলে বাজারজাত করছে বলে জানা যায়। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা মনির হোসেন জানান, জাল টাকা চক্রের সদস্যদের সনাক্ত ও গ্রেফতারে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। হাট বাজারে নজরদারী জোরদার করা হয়েছে।