Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জমে উঠেছে ঈদবাজার

স্টাফ রিপোর্টার ॥ রোজার শুরু দিকে হবিগঞ্জের মার্কেট গুলোতে ক্রেতা ভিড় লক্ষ্য করা না গেলেও ঈদ ঘনিয়ে আসায় এখন জমতে শুরু করেছে ঈদবাজার। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের ভীড় দেখা যায় বিভিন্ন শপিংমল ও মার্কেটে। পছন্দের পোশাকটি খুঁজে নিতে ঘুরছেন এক মার্কেট থেকে অন্য মার্কেট, এক দোকান থেকে আরেক দোকান। ঈদ সামনে রেখে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য দোকানগুলো সাজানো হয়েছে নতুন করে। দোকানে তোলা হয়েছে নতুন ফ্যাশনের পোষাক। বিদেশি পোশাকের পাশাপাশি দেশি কাপড় স্থান পেয়েছে বড় বড় শপিংমলগুলোতে। দোকানিরা জানান, রোজার শুরু থেকে মার্কেটগুলোতে ভিড় কম ছিল। কিন্তু কয়েক দিন ধরে ক্রেতার সংখ্যা তুলনামূলকভাবে বেড়েছে। ঈদ যত ঘনিয়ে আসবে ক্রেতার সংখ্যা ততই বাড়বে বলে আশা করেন তারা। ঈদ সামনে রেখে এবং ক্রেতাদের চাহিদা মাথায় রেখে বিদেশি কাপড়ের পাশাপাশি দেশি কাপড়ের ব্যাপক সমাহার রয়েছে দোকানে। বিদেশি চ্যানেলে নাটকের চরিত্রের নামে অনেক কাপড় বের হয়েছে। এগুলোর চাহিদা বাড়ছে। তবে ক্রেতাদের দেশি কাপড়ের প্রতি আকর্ষণ বেশি লক্ষ্য করা গেছে। এবারের ঈদে পোশাকগুলোর দাম কম আছে বলে জানান বিক্রেতারা। ক্রেতারা জানান, অনেকের কাছে বিদেশি ত্রিপিসগুলোর প্রতি আকর্ষণ বেশি। মহিলাদের বেশি ভিড় লক্ষ্য করা গেছে বিভিন্ন শাড়ির দোকানে। তবে দাম গত ঈদের তুলনায় এবার একটু বেশি বলে অভিযোগ করেছেন ক্রেতারা। বড় মার্কেটগুলোর পাশাপাশি ফুটপাতের দোকানগুলোতেও ধুম পড়েছে ক্রেতাদের। কম দামে ভালো পোশাক খুঁজে দিতে ভিড় করছেন ক্রেতারা। এদিকে ফুটপাত দখল করে বিভিন্ন ভাসমান দোকান গড়ে ওঠায় পথচারীদের পথ চলায় বাধার সৃষ্টি হচ্ছে। ফলে মার্কেটের রাস্তায় সব সময় লেগে থাকছে যানজট। ঈদ সামনে রেখে মার্কেটগুলোতে নিরাপত্তা ব্যবস্থা তেমন চোখে পড়েনি। বেশ কয়েকটি মার্কেট ঘুরে পুলিশের কোনো দেখা পাওয়া যায়নি।