Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মিরপুর কলেজে এমপি কেয়া চৌধুরী ॥ নতুন প্রজন্মকে সোনার মানুষ হিসেবে গড়ে উঠতে হবে

স্টাফ রিপোর্টার ॥ সংরক্ষিত আসনের এমপি এডঃ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন, বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিনত করতে হলে নতুন প্রজন্মকে সোনার মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। প্রত্যেক শিক্ষার্থীকে হতে হবে আলোকিত মানুষ।’ তিনি বলেন, ‘শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব সরকার। কারণ, ডিজিটাল বাংলাদেশের জন্য প্রয়োজন সুশিক্ষিত ও প্রশিক্ষিত মানুষ।’ এমপি কেয়া চৌধুরী গতকাল শনিবার সকাল ১১টায় বাহুবল উপজেলার আলিফ সোবহান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ইকরামুল ওয়াদুদ। বক্তব্য রাখেন, অধ্যাপক রতন চন্দ্র দেব, অধ্যাপক আফতাব উদ্দিন, অধ্যাপক আইয়ুব আলী, অধ্যাপক অনুপম ভদ্র, অধ্যাপক আব্দুল ওয়াহিদ, অধ্যাপক আব্দুল হাই ভূইয়া, অধ্যাপক হোসাইন আহমেদ ও অধ্যাপক ফজলুর রহমান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ভর্তি কমিটির আহবায়ক মতীন্দ্র চন্দ্র সরকার। অনুষ্ঠান শেষে এমপি কেয়া চৌধুরী তার ব্যক্তিগত তহবিল থেকে কলেজের ছাত্রী মিলনায়তনের জন্য একটি টেলিভিশন ও রোভার স্কাউটের জন্য ১০ হাজার টাকা নগদ অনুদান প্রদান করেন।