Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচং জনাব আলী কলেজে অগ্নিকন্যা লাকি ॥ ছাত্রসমাজকে সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অগ্নিকন্যা লাকি আক্তার বলেছেন, ক্যারিয়ার গড়ার জন্য যেমন লেখাপড়া করে সার্টিফিকেট অর্জন করতে হবে তেমনি নৈতিকতার উন্নতির জন্য ছাত্রসমাজকে সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। অতীতে ছাত্রসমাজের এমন ভূমিকা ছিল বলে ছাত্ররাজনীতি ভাল ছিল, জাতীয় রাজনীতি ভাল ছিল। বর্তমানে ছাত্ররাজনীতি কলুষিত, জাতীয় রাজনীতিও কলুষিত। কারণ, আমরা ছাত্রসমাজ অন্যায়ের সাথে আপোষ করে চলি, অন্যায়কে সহ্য করে চলি। রাজনীতি সমাজকে-রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে, তাই রাজনীতিকে শুদ্ধ করতে হবে।
গতকাল শনিবার সকালে বানিয়াচং জনাব আলী ডিগ্রি কলেজে ছাত্র/ছাত্রী সমাবেশে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ সাফিউজ্জামান খান, ইসলামের ইতিহাসের শিক্ষক জয়নাল আবেদীন, প্রীতিলতা ব্রিগেডের কেন্দ্রীয় নেতা লাভলী হক, কমিউনিস্ট পার্টির বানিয়াচং উপজেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ আলী, বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমদাদুল হোসেন খান, ছাত্র ইউনিয়ন হবিগঞ্জ জেলা সংসদের সভাপতি মাহমুদা খাঁ, উদীচী বানিয়াচং শাখার সাধারণ সম্পাদক রিপন চন্দ্র দাশ, কোষাধ্যক্ষ আতাউর রহমান, ছাত্র ইউনিয়ন বানিয়াচং উপজেলা সংসদের আহবায়ক প্রদীপ সরকার, ছাত্রলীগ জনাব আলী কলেজ শাখার সভাপতি মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, ছাত্র ইউনিয়ন নেতা সোহেল আহমদ, বানিয়াচং উত্তর-পূর্ব ইউনিয়ন আহবায়ক দীপ্ত দাশ রাজন প্রমুখ। ছাত্র সমাবেশের পূর্বে লাকি আক্তার কলেজের শিক্ষক মিলনায়তনে শিক্ষকদের সাথে মতবিনিময় করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।