Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সাংবাদিক সুলতান খাঁনের বিরুদ্ধে মিথ্যা মানহানী মামলার প্রতিবাদে চুনারুঘাট প্রেসক্লাবের সভা

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট প্রেসক্লাব সদস্য, দৈনিক ইনকিলাব  ও দৈনিক আজকের হবিগঞ্জ পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি এস এম সুলতান খাঁনের বিরুদ্ধে মিথ্যা মানহানী মামলার প্রতিবাদে চুনারুঘাট প্রেসক্লাবে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৪টায় প্রেসক্লাব সভাপতি মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সাবেক সভাপতি  অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, সাবেক সভাপতি আলমগীর হোসেন, সহ সভাপতি মহিদ আহমেদ চৌধুরী, জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু, জুনায়েদ আহমেদ, অর্থ সম্পাদক আলহাজ্ব মোস্তাক আহমেদ তরফদার, রাইরঞ্জন পাল, মনিরুজ্জামান তাহের, ওয়াহিদুল ইসলাম জিতু, ফারুক মাহমুদ. সাইফুল ইসলাম, ফখরুদ্দিন চৌধুরী আবদাল ও এস আর রুবেল মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সুলতান খাঁনের বিরুদ্ধে মিথ্যা মানহানী মামলা প্রত্যাহারের দাবি জানান।
উল্লেখ্য যে, গত ৬ জুন দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকায় চুনারুঘাটে নুহু বাহিনীর প্রধান ও তার সহযোগীদের বিরুদ্ধে একটি তথ্য ভিত্তিক সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদের জের ধরে নুহু মিয়ার সহযোগী নার্গিস সুলতানা রুখসানা ব্যক্তিগত আক্রোশ মেটানোর জন্য আজকের হবিগঞ্জ পত্রিকার প্রতিনিধি এসএম সুলতান খাঁনের বিরুদ্ধে একটি মিথ্যা মানহানী মামলা দায়ের করে। এ নিয়ে চুনারুঘাটের সাংবাদিক সমাজসহ সুশীল সমাজের মাঝে প্রতিবাদ ও নিন্দার ঝঢ় বইছে।