Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে অগ্নিকন্যা লাকি আক্তার নারী নিপীড়ন বন্ধ না হলে আন্দোলন বেগবান হবে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ‘চিৎকার করো নারী, দেখি গলা কতদূর যায়’ শ্লোগানকে ধারণ করে গতকাল হবিগঞ্জ আর.ডি হলে ছাত্র ইউনিয়নের উদ্যোগে নারী নিপীড়ন বিরোধী মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি মাহমুদা খাঁ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অগ্নিকন্যা লাকি আক্তার বলেছেন, নারী নিপীড়নের বিরুদ্ধে ‘পাল্টা আঘাত’ এর ব্যানারে ছাত্র ইউনিয়ন সারা দেশে যে আন্দোলন চালিয়ে যাচ্ছে তার সুফল না নিয়ে ঘরে ফিরবে না। দশ লাখ গণ স্বাক্ষর ঈদের পর প্রধানমন্ত্রীর কাছে পদযাত্রা করে জমা দেয়ার পূর্বে যেন নারী নিপীড়ন বন্ধ হয়ে যায়। না হলে আন্দোলন বেগবান হবে। যা সরকারের পক্ষে সামাল দেয়া অসম্ভব হয়ে পড়বে।
মুক্ত আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রীতিলতা ব্রিগেডের সদস্য লাভলী হক, হবিগঞ্জ জেলা সিপিবি’র সভাপতি কমরেড হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তী, জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি এডভোকেট মুরলী ধর দাশ,  কবি ও সাহিত্যিক অপু চৌধুরী, জেলা উদীচীর সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হোসেন খান, ঢাকা তেজগাঁও কলেজ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শামীম আহমেদ, চুনারুঘাট উপজেলা ছাত্র ইউনিয়নের আহবায়ক আক্তার হোসেন, বানিয়াচং উপজেলা ছাত্র ইউনিয়নের আহবায়ক প্রদীপ সরকার, হবিগঞ্জ সরকারী বৃন্দাবন কলেজ ছাত্র ইউনিয়নের আহবায়ক সামরিনা নওশীন দিনা, বৃন্দাবন কলেজের শিক্ষার্থী শিফাত জাহান জেসি, নবীগঞ্জ কলেজের শিক্ষার্থী রিমা চৌধুরী, শচীন্দ্র কলেজের শিক্ষার্থী শাসমিন আক্তার, শিপন মিয়া, জহুর চাঁন বিবি মহিলা কলেজের শিক্ষার্থী নুসরাত জাহান সাদিয়া, বি.কে.জি.সি স্কুলের শিক্ষার্থী জেন্সি আক্তার, হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফারাবী চৌধুরী প্রমুখ।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে হবিগঞ্জ গণজাগরণ মঞ্চের সংগঠক বাসদ নেতা হুমায়ুন খান, বানিয়াচং সিপিবি’র নেতা আব্দুল হক মামুন, শ্রমিক নেতা সাহেব আলী সহ বিভিন্ন উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক এবং ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।