Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে প্রতারণার শিকার মহিলা পরিবারের ঈদ আনন্দ ধুলিস্যাত

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর প্রতারণা শিকার হয়েছেন এক মহিলা। একটি প্রতারক চক্র ওই মহিলার কাছ থেকে ২৬ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। প্রতারণার শিকার মহিলা হচ্ছেন-উপজেলা ইনাতগঞ্জ ইউনিয়নের গুপ্তগাঁও (গোতগাও) গ্রামের আব্দুর রহিমের স্ত্রী মোর্শেদা বেগম (৩৫)। গতকাল বৃহস্পতিবার দুুপুরের দিকে ইনাতগঞ্জ বাজারের সোনালী ব্যাংকের নিচেই প্রতারণার ঘটনাটি ঘটেছে। প্রতারিত মোর্শেদা বেগম জানান, লন্ডন থেকে এক আত্মীয় তার নামে ইনাতগঞ্জ বাজারের সোনালী ব্যাংকে ২৬ হাজার টাকা প্রেরণ করেন। টাকা উত্তোলনের সময় ব্যাংকের ভিতরেই চেয়ারের মধ্যে ছদ্মবেশী এক প্রতারক বসা ছিল। মোর্শেদা টাকা নিয়ে নিচে আসার পর ওই প্রতারকটিও তার সাথে আসে এবং উত্তোলনকৃত টাকা ভাল করে গুনে নেয়ার জন্য বলে। টাকা কম বা জাল থাকতে পারে বলে মোর্শেদাকে প্রতারকটি জানায়। এক পর্যায়ে টাকা গুনে দিবে বলে প্রতারক নিজেই মোর্শেদার ব্যাগ থেকে টাকাগুলো তার হাতে নিয়েই চম্পট দেয়। এ সময় কান্নায় ভেঙ্গে পড়েন মোর্শেদা বেগম। সুন্দরভাবে ঈদ করার জন্যই আত্মীয় তাকে টাকাগুলো দিয়েছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস মোর্শেদার পরিবারের ঈদ আনন্দ ধুলিস্যাত করে দিল প্রতারকচক্র। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ অনেক মানুষ ওই প্রতারককে খোঁজাখুজি করেও তার হদিস পাননি।
ইতিপূর্বে নবীগঞ্জ শহরেও একই কায়দায় বেশ কয়েকটি প্রতারণার ঘটনা ঘটে।